যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ-১৬ যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র ধারণ করতে পারে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানো হলে সংঘাত আরও বাড়বে বলে সতর্কও করেন তিনি।
গতকাল সোমবার তাজিকিস্তানের দুশানবের এক সামরিক ঘাঁটিতে দেওয়া বক্তব্যে ল্যাভরভ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এফ-১৬ যুদ্ধবিমানের একটি মডেল পারমাণবিক অস্ত্র ধারণ করতে পারে। এটা যদি তারা বুঝতে না পারে তাহলে সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাকারী হিসেবে তারা অথর্ব।’
দীর্ঘদিন ধরে পশ্চিমাদের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবির মুখে গত মাসে জি-৭ নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার দেশ এফ-১৬ যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেবে। আর বাইডেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
তবে ওয়াশিংটন যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
মন্তব্য করুন