কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে অংশ নিতে ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া

সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত
সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করার জন্য অন্তত ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। গত কয়েক সপ্তাহে এসব সেনা রাশিয়ায় পৌছেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। পেন্টাগন আশঙ্কা প্রকাশ করে বলেছে, ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ং এর সামরিক হস্তক্ষেপের ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে।

সোমবার (২৮ অক্টোবর) পেন্টাগন মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য মোতায়েন করা ১০ হাজার উত্তর কোরিয় সেনার মধ্যে ইতিমধ্যে ৩ হাজার সেনা ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন তার দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়কেই হুমকির মুখে ফেলেছে। তিনি রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতাকে অবৈধ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্র দাবি করেছিল, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য হাজার হাজার সেনা পাঠিয়ে মস্কোকে সহায়তা করছে। এসব সেনাকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন দাবির পর তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক শোরগোল ফেলে দেয়।

তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা উপস্থিতির কথা পরোক্ষভাবে স্বীকার করেন।

রাশিয়াকে উত্তর কোরিয়ার সেনা সহায়তা প্রসঙ্গে পুতিন বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মস্কো কখনো সন্দিহান ছিল না। আমরা আমাদের উত্তর কোরীয় বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মধ্যে রয়েছি।

পুতিনের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন-রাশিয়া সংঘাতের সম্ভবত আরও বিস্তৃতি ঘটতে যাচ্ছে। তারা বলছেন, পিয়ংইয়ং সরাসরি এই সংঘাতে যোগ না দিলেও অস্ত্র এবং সেনা দিয়ে রাশিয়াকে সহযোগিতা করার অর্থ হলো দেশটি পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে।

সেই সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, মস্কো-পিয়ংইয়ং সহযোগিতা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটি আমাদের নিজস্ব ব্যাপার এবং তা নিয়ে কাউকে ব্যাখ্যা দিতে যাব না। তিনি ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করার জন্য উল্টো পাশ্চাত্যকে দায়ী করেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। মস্কো অভিযোগ করছে, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢল চলমান যুদ্ধকে প্রলম্বিত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

আসুন আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

টিকিট চাওয়ায় ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর, ভিডিও ভাইরাল

কুয়াশা ও তীব্র শীতে ক্ষতির মুখে বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষকরা

জকসু নির্বাচন:  / সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রশিবির 

ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে কী হবে বাংলাদেশের

১০

শীতে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখবেন যেভাবে

১১

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি

১২

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া

১৩

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

১৫

জকসু নির্বাচন : ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির

১৬

শীতে আপনার সন্তানকে সুস্থ রাখবেন যেভাবে

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

১৯

বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় : মোশাররফ

২০
X