ইউক্রেন যুদ্ধের দায়িত্বে নিয়োজিত শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার (১৯ আগস্ট) সকালে ক্রেমলিন এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
পুতিনের বৈঠকের এ তথ্য এমন সময়ে সামনে এলো যখন ইউক্রেন জানিয়েছে তারা গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার অধিকৃত একটি গ্রাম মুক্ত করেছে।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, অঘোষিত সফরে রোস্তভ-অন-ডন শহরের বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরে বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিন। রোস্তভ-অন-ডন শহরটি ইউক্রেন সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলা কমান্ডের সদর দপ্তর। এই সেনা সদর দপ্তর থেকেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে আসছে রাশিয়া।
গত জুনে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারে বিদ্রোহের সময় শহরটি দখলে নিয়ে নেয় গ্রুপের যোদ্ধারা। যদিও একদিন পরই বিদ্রোহ থেকে সরে আসে ওয়াগনার।
ইউক্রেন যুদ্ধের প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধক্ষেত্র সম্পর্কে খোঁজখবর নেন পুতিন। তবে তাদের এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং কত তারিখে এই বৈঠক হয়েছে তা জানায়নি ক্রেমলিন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’র প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে গেরাসিমভ পুতিনকে স্বাগত জানান। এরপর তিনি পুতিনকে একটি ভবনের ভেতরে আলোচনার জন্য নিয়ে যান।
এর আগে গত সপ্তাহে রাশিয়ান নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন পুতিন। গত সোমবার মস্কোর অদূরে আর্মি-২০২৩ এক্সপোতে বক্তব্য দেন তিনি। ভিডিও বার্তায় রাশিয়া ও অন্যান্য দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের ক্ষেত্রে এই এক্সপোর অবদানের প্রশংসা করেন রুশ রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, ‘অন্যান্য দেশের সঙ্গে সমান প্রযুক্তিগত অংশীদারিত্ব ও সামরিক সহযোগিতা গভীরতর করার বিষয়ে রাশিয়া সব সময়ই উন্মুক্ত।
মন্তব্য করুন