কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে সহায়তা করবে ট্রাম্প, চায় দুর্লভ খনিজের অর্ধেক মালিকানা

আমেরিকার সহায়তার বিনিময়ে ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদের অধিকার চান। ছবি : সংগৃহীত
আমেরিকার সহায়তার বিনিময়ে ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদের অধিকার চান। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের ৫০ শতাংশ মালিকানা দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে পেশ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনবিসি’র এক প্রতিবেদনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এটি একটি নতুন চুক্তি যেখানে বলা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হলে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনির নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন করতে পারে। তবে, যুক্তরাষ্ট্র সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে এই মালিকানা চুক্তিটিকে যুদ্ধকালীন সহায়তার বিনিময়ে ইউক্রেনের প্রতিদান হিসেবে দেখছে।

অর্থাৎ, ট্রাম্প প্রশাসন কিয়েভের কাছ থেকে গুরুত্বপূর্ণ খনিজসহ প্রাকৃতিক সম্পদ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জ্বালানি আমদানি করতে উৎসাহিত করা হয়েছে। এর বিপরীতে, ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত সপ্তাহে কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকের পরে বেসেন্ট বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, তবে তিনি চুক্তির বিস্তারিত কিছু বলেননি।

জেলেনস্কি এই প্রস্তাবে স্বাক্ষর করেননি। তিনি জানিয়েছেন, এটি পর্যালোচনা করার জন্য তার সময় প্রয়োজন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেছিলেন, তার আইনজীবীরা এই প্রস্তাবটি পর্যালোচনা করবেন এবং কিছু পরিবর্তন আনতে পারেন। তিনি এই প্রস্তাবটিকে একটি স্মারকলিপি হিসেবে উল্লেখ করেছেন, নিরাপত্তা চুক্তি হিসেবে নয়।

এর আগে ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলার মূল্যের দুর্লভ খনিজ সম্পদের ৫০ শতাংশ মালিকানা চান এবং ইউক্রেন এতে রাজি হতে পারে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ যেমন টাইটানিয়াম, লিথিয়াম ও অন্যান্য রেয়ার আর্থ মিনারেলসের মালিকানা পেতে চায়। এই খনিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রযুক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা হয়।

এই প্রস্তাবের মাধ্যমে, ট্রাম্প প্রশাসন বিশ্বের খনিজ সরবরাহ ব্যবস্থায় চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। ইউক্রেনের খনিজ সম্পদ এখন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যুক্তরাষ্ট্র এই সম্পদগুলি পাওয়ার মাধ্যমে তার কৌশলগত স্বার্থ রক্ষা করতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১০

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১১

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১২

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৩

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

১৪

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

১৫

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

১৬

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

১৭

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

১৮

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

১৯

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

২০
X