রাশিয়ার ভাড়াটে সেনাদল হিসেবে পরিচিত ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহতের পর দলটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে দলটির আফ্রিকা অংশের নেতৃত্বে নতুন এক কুখ্যাত গোয়েন্দাপ্রধানের নাম এসেছে।
ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিগোজিন নিহতের পর জেনারেল আন্দ্রে আভ্রিয়ানভ বাহিনীর নেতৃত্বে আসতে চলেছেন। তিনি আফ্রিকায় ওয়াগনারের অভিযানের নেতৃত্ব দেবেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রাশিয়ার সামরিক পরিসেবার গোয়েন্দা কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছেন আভ্রিয়ানভ। তার বিরুদ্ধে রাশিয়ায় ভিন্নমতাবলম্বীদের হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযোগ রয়েছে। বর্তমানে ওয়াগনারের আফ্রিকায় অভিযানের সব দেখাশোনা করছেন তিনি।
গত জুলাইয়ে রাশিয়া-আফ্রিকা সামিটে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন অভ্রিয়ানভ। এ সামিটেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিন প্রথম জনসম্মুখে আসেন।
উল্লেখ্য, রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেলে টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া ওই বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে নিশ্চিত করেছে রুশ বিমানবাহিনী।
মস্কোর এই বিমান বিধ্বস্তের ঘটনার পেছেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘(রাশিয়ায়) কী ঘটেছে, তা আমি জানি না। তবে আমি আশ্চর্য হয়নি। রাশিয়ায় এমন কিছু ঘটে না, যেখানে পুতিনের হাত নেই।’
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রিগোজিন ভালো মানুষ ছিলেন। তবে তিনি মন্দ ভাগ্য নিয়ে জন্মেছিলেন।
এর আগে গত ২৩ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিদ্রোহ করেন ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান প্রিগোজিন। পরে অবশ্য ২৪ ঘণ্টার ব্যবধানে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এ বিদ্রোহ বাতিল করেন তিনি। এরপর থেকেই আড়ালে চলে যান প্রিগোজিন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিদ্রোহী সেনাদের সময়মতো দেখে নেবেন বলে হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন