রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে ইউক্রেন। তবে এরই মধ্যে শক্তি ফুরিয়ে আসছে দেশটির। ফলে পশ্চিমারা কতটা সময় পাশে থাকবে তা জানতে চেয়েছে ইউক্রেন। খবর আরটি।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রধান আলেস্কি দানিলভ বলেন, পশ্চিমাদের স্পষ্ট কোনো ধারণা নেই যে কবে নাগাদ ইউক্রেন যুদ্ধ শেষ হবে। ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের জানাতে হবে যে কতটা সময় তারা ইউক্রেনের পাশে থাকবে। কেননা তারা কেবল বলছে, ইউক্রেনের বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত পাশে থাকবে।
আলেস্কি বলেন, কারোর কাছে ইউক্রেনের বিজয়ের প্রকৃত অর্থ জানা নেই। তারা কেবল বলে আসছে আমারা তোমাদের সমর্থন দেব। তবে আমি তাদের কাছ থেকে বিজয় বলে কোনো শব্দ শুনিনি। তারা বলছে, যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নাও।
আলেস্কি আরও বলেন, কিয়েভ জানতে চায় যে পশ্চিমারা ইউক্রেন বিজয়ী না হওয়া পর্যন্ত সহযোগিতা করবে নাকি একটা নির্দিষ্ট সময় পর এ সাহায্য থাকবে না।
এর আগে দেশটির অর্থমন্ত্রী সার্গেই মার্কেঙ্ক বলেছিলেন, ইউক্রেনকে অর্থনৈতিকভাবে সাহায্য দেশগুলোর আর্থিক সহায়তার পরিমাণ ক্রমেই কমে আসছে। এর ফলে সাহায্য করা এসব দেশের ভূমিকা ও তাদের সহযোগিতার অর্থ নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থমন্ত্রীর বক্তব্যের পর ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধানও এমন কথা বলছেন।
মার্কেঙ্ক বলেন, বর্তমানে ইউক্রেনের প্রতিমাসে বাজেট ঘাটতি পাঁচ বিলিয়ন ডলার। যার দুই তৃতীয়াংশই পূরণ হয় বিদেশি ঋণ ও অনুদান থেকেই।
এরও আগে হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, পেন্টাগন তাদের আর মাত্র কয়েক সপ্তাহ সহযোগিতা করতে পারবে। কংগ্রেসে নতুন বিল পাস না হলে তাদের পেন্টাগন আর তাদের সহযোগিতা করতে পারবে না বলে জানান তিনি।
মন্তব্য করুন