কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:০৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মুখোমুখি পুতিন-প্রিগোজিন!

ইয়েভগেনি প্রিগোজিন, ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ইয়েভগেনি প্রিগোজিন, ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ক্রেমলিনে ইয়েভগেনি প্রিগোজিনের ২৪ জুনের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেছেন। তাদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী আলাপ আলোচনাও হয়। ২৯ জুন মস্কোতে এই পুতিনের সঙ্গে এই সাক্ষাতের সংবাদ সোমবার নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, পুতিন প্রিগোজিনসহ ৩৫ জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ২৯শে জুন ক্রেমলিনে ঐ বৈঠক হয়। এবং এটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল।

তিনি আরও জানান, বৈঠকে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে যুদ্ধ প্রচেষ্টা এবং বিদ্রোহের একটি ‘মূল্যায়ন’ তুলে ধরেন। বৈঠকে প্রিগোজিন এবং তার সঙ্গীরা প্রেসিডেন্টের প্রতি তাদের আনুগত্য ঘোষণা করেন এবং প্রতিশ্রুতি দেন যে তারা রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ চালিয়ে যাবেন।

তিনি বলেন, শুধু এই কথাটি আমরা বলতে পারি, প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রে ঐ কোম্পানির ক্রিয়াকলাপের মূল্যায়ন করেন এবং ২৪শে জুনের বিদ্রোহ নিয়েও তিনি তার অভিমত প্রকাশ করেন।

এ সময় প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহ নিয়ে ওয়াগনার কমান্ডারদের ব্যাখ্যা শোনেন। এ সময় তিনি ভবিষ্যৎ কর্মসংস্থান ও যুদ্ধে তাদের ভবিষ্যৎ ব্যবহারের রূপরেখা নিয়েও আলোচনা করেন বলে জানান পেশকভ।

এ সময় তিনি বলেন, ‘কমান্ডাররা ২৪ জুন তাদের দিক থেকে কী ঘটেছিল তা বর্ণনা করেন। তারা জোর দিয়ে বলেন যে তারা রাষ্ট্রপ্রধান এবং কমান্ডার ইন চিফের কড়া সমর্থক এবং মাতৃভূমিকে রক্ষায় তারা যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।’

ছবি: বৈঠকে পুতিন-

এর আগে বৃহস্পতিবার বেলারুশে প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন যে প্রিগোজিন রাশিয়ায় রয়েছেন। লুকাশেঙ্কো ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহ অবসানে চুক্তির মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন।

জুন মাসের শেষের দিকে প্রিগোজিনের প্রাইভেট জেট বেলারুশের উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় বিবিসি তা ট্র্যাক করে। পরে দেখা যায়, সেটি সেদিনই সন্ধ্যায় রাশিয়ায় ফিরে গিয়েছিল।

ক্রেমলিনের সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে গত ২৩ জুন রাজধানী মস্কোর দিকে যাত্রা করে ওয়াগনারের সৈন্যরা। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার প্রধান বিদ্রোহ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। একটি চুক্তিতে পৌঁছানোর আগে মস্কোমুখী তাদের এই অগ্রযাত্রা স্থায়ী ছিল ২৪ ঘণ্টা।

চুক্তি অনুযায়ী, বিদ্রোহ প্রত্যাহারের পর প্রিগোজিনের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ আনা হবে না বলে প্রতিশ্রুতি দেয় মস্কো।

প্রিগোজিন বেলারুশে নির্বাসনে যাবেন এবং বিদ্রোহে অংশ নেওয়া ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না—এসব শর্তে গত মাসে প্রিগোজিনের ওই ২৪ ঘণ্টা মেয়াদি বিদ্রোহের ইতি ঘটেছিল। তার কয়েক দিন পর প্রিগোজিন বেলারুশে যান বলে লুকাশেঙ্কো সাংবাদিকদের নিশ্চিতও করেছিলেন। বিদ্রোহ শেষে রোস্তভ-অন-দনের সামরিক ঘাঁটিতেই প্রিগোজিনকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল, তারপর থেকেই তার অবস্থান রহস্যে ঘেরা।

লুকাশেঙ্কো বৃহস্পতিবার মিনস্কে সংবাদ সম্মেলনে প্রিগোজিন সম্পর্কে বলেন, তিনি এখন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গে, হয়তো মস্কোতেও গিয়ে থাকতে পারেন, তবে তিনি আর বেলারুশের ভূখণ্ডে নেই।

ছবি : ২৪ জুন রোস্তভ-অন-দনে নাগরিকরা প্রিগোজিনের সঙ্গে কুশল বিনিময় করেন-

জুনে রাশিয়ায় ওয়াগনারের যে বিদ্রোহ হয়েছিল, লুকাশেঙ্কোর মধ্যস্থতাতেই তার সমাপ্তি ঘটেছিল। ওয়াগনারের কিছু ইউনিটের বেলারুশে ঘাঁটি গাড়ার বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন দীর্ঘদিন বেলারুশের ক্ষমতায় থাকা এ শাসক।

লুকাশেঙ্কো বলেছেন, শিগগির তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং প্রিগোজিনকে নিয়ে কথা বলবেন। তিনি বলেন, প্রিগোজিন পুরোপুরি মুক্ত, পুতিন তাকে মুছে ফেলবেন না। এদিকে ওয়াগনারপ্রধানের সঙ্গে সম্পৃক্ত একটি জেট বিমান বুধবার সেইন্ট পিটার্সবার্গ থেকে মস্কো এবং বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের দিকে উড়ে গেছে বলে জানিয়েছে বিমান চলাচলের খোঁজখবর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য। তবে সেই বিমানে প্রিগোজিন ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনারের কিছু ইউনিটকে বেলারুশে রাখার যে প্রস্তাব তা এখনো বহাল আছে।

এদিকে, মস্কো দখলের ব্যর্থ অভিযানের পর প্রিগোজিনের ভিলা ও ওয়াগনারের সদর দপ্তরে অভিযান চালিয়েছে রুশ পুলিশ। সেন্ট পিটার্সবার্গের সেই ভিলায় ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের। সেখানে তল্লাশিতে এমন অনেক জিনিস উদ্ধার হয়েছে, যা মূলত পরিচয় গোপনের কাজে লাগে। যা দেখে হতবাক অবস্থা পুলিশেরও।

আধুনিক বিশ্বে সম্ভ্রান্ত, অভিজাত ও প্রভাবশালীদের বাড়িতে চোখধাঁধানো গাড়ির সম্ভার পাওয়া গেলেও ‘রুশ অলিগার্ক’ প্রিগোজিন সে সবের ধার ধারেন না। গাড়ি নয়, তার শখ হেলিকপ্টার। আর পাঁচটা ধনী লোকের বাড়িতে যেখানে মিলবে গাড়ি, সেখানে প্রিগোজিনের ভিলায় সযত্নে রাখা হেলিকপ্টার!

আবার অবাক হওয়ার পালা পুলিশের। এবার তারা যান প্রিগোজিনের ভিলার অন্য একটি ঘরে। সেখানে রাখা আলমারি খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো পরচুলা। তা হলে কি রূপ বদলে ঘুরে বেড়াতেন প্রিগোজিন? না হলে আলমারিতে এত পরচুলা কেন?

অবাক হওয়ার আরও বাকি। প্রিগোজিনের অন্য একটি বসার ঘরে ঢোকার মুখের প্যাসেজে কাঠের মাঝারি আলমারির ওপর যত্নে রাখা একটি অতিকায় কুমিরের খোলস। উপরে চোখধাঁধানো ঝাড়লণ্ঠন।

ছবি: প্রিগোজিনের বাসার অন্দরমহল-

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম বলছে, প্রিগোজিনের ভিলা থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে। তাদের অনুমান, ৬৫ লাখ ডলার অর্থমূল্যের রাশিয়ার মুদ্রা পাওয়া গেছে। যদিও ঠিক কত টাকা উদ্ধার হয়েছে তা স্পষ্ট নয়।

এ ছাড়া ওই ভিলা থেকে একাধিক পাসপোর্টও পাওয়া গেছে। সেই পাসপোর্টে নাম রয়েছে ওয়াগনারপ্রধান প্রিগোজিনের। কিন্তু প্রতিটিতে ছবি আলাদা আলাদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে?

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন মিলন

ড্রাগন ফল কারা খেতে পারবেন না জানালেন পুষ্টিবিদ

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

ব্যক্তিগত মিলে মজুত করা ছিল সরকারি চাল

১০

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ / ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

১১

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

১২

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

১৩

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

১৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

১৫

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

১৬

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৭

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

১৮

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

২০
X