রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও ছয় বছর দীর্ঘায়িত হতে যাচ্ছে। শুক্রবার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার এ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ১৭ মার্চ পর্যন্ত চলবে। ভোটগ্রহণের মধ্যে বিরোধীরা পুতিনবিরোধী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার এ নির্বাচনকে প্রহসন বলে উল্লেখ করেছে ইউক্রেন। ভোট শুরুর আগে তারা রুশ সীমান্তবর্তী অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, এ ভোটের মাধ্যমে রাশিয়ার ইউক্রেনে আক্রমণে পুরো দেশের সমর্থনের বিষয়টি প্রমাণিত হবে। এ ছাড়া রুশ কর্মকর্তারা ভোটের সময়ে যেকোনো বিক্ষোভের বিষয়ে জনগণকে সতর্ক করেছে।
ভোটগ্রহণ শুরুর আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আমি নিশ্চিত যে আপনারা বুঝতে পারছেন আমাদের দেশ কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা প্রায় সব ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।
পুতিন বলেন, সফলভাবে সমস্যা কাটিয়ে উঠতে এবং মর্যাদার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে রুশদের ঐক্যবদ্ধ হতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে।
রয়টার্সের তথ্যমতে, রাশিয়ার এ প্রেসিডেন্ট নির্বাচনে ১১ কোটি ২৩ লাখ ভোটার রয়েছেন। এ ছাড়া দেশটির নির্বাচনে ভোট দিতে পারবেন ১৯ লাখ প্রবাসী ভোটার।
নির্বাচন কমিশনের তথ্যমতে, নির্বাচনের জন্য ১১ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৫৫০টি ব্যালট পেপার ছাপানো হয়েছে। গতকাল পর্যন্ত আগাম ভোট দিয়েছেন ২০ লাখ ভোটার।
এএফপির তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় সকাল রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন শুরু হয়। আগামী সোমবার রাত ৮টায় পশ্চিমাঞ্চলের কালিনিনগ্রাদে ভোটগ্রহণের কার্যক্রম শেষ হবে।
মন্তব্য করুন