কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ইরান-ইসরায়েল উত্তেজনা

ক্ষিপ্ত হয়ে যার পক্ষ নিলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ইরানের হামলার জবাবে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। তারা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ সময় কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মন্ত্রিসভার এক সভা শেষে আঙ্কারায় সংবাদ সম্মেলনে এরদোয়ান ইরান-ইসরায়েল নিয়ে কথা বলেন। এতে চীনের পর তুরস্কে মন্তব্য ইরানের পক্ষে গেল।

রিসেপ তাইয়ের এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য দায়ী।

তিনি বলেন, ইসরায়েল একটি আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে। দামেস্কে ইরানের দূতাবাসে হামলা ছিল তারই পরিকল্পনার অংশ।

এরদোয়ান বলেন, যতদিন গাজায় নিষ্ঠুরতা ও গণহত্যা অব্যাহত থাকবে ততদিন আঞ্চলিক সংঘাত থাকবে। এ থেকে উত্তরণে সব পক্ষকে কাণ্ডজ্ঞানের পরিচয় দিতে হবে।

এ সময় তিনি পশ্চিমাদের প্রতি নিন্দা জানান। কারণ, হিসেবে বলেন, তারা ইসরায়েলে ইরানের হামলার নিন্দায় ব্যস্ত, অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় চুপ ছিল।

সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। গত শনিবার রাতের এ হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি।

ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

ইরান বলছে, তারা নতুন করে উত্তেজনা চায় না। তবে আক্রমণের শিকার হলে সেকেন্ডের ব্যবধানে জবাব দেবে।

বিষয়টি নিয়ে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর কথা হয়। ওই ফোনালাপেও ইসরায়েলে হামলা এবং পরের পরিস্থিতি নিয়ে একই অবস্থান জানায় ইরান।

পরে চীন বলে, ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছে বলে চীন বিশ্বাস করে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও ইরান সক্ষম। সে সঙ্গে ইরানের কনস্যুলেটে হামলারও নিন্দা জানায় চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১০

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১১

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

১২

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

১৩

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

১৪

কলেজছাত্রীকে বিবস্ত্র, লজ্জায় আত্মহত্যা

১৫

প্যারিসের আলোয় উদ্ভাসিত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

১৬

ট্রলার উদ্ধারে গিয়ে ডুবল স্পিডবোট, সৈকতে ভেসে এল ২ মরদেহ

১৭

সিলেটে ‘অবৈধ’ নিয়োগে প্রভাষক জালিয়াতিতে অধ্যক্ষ!

১৮

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

১৯

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

২০
X