কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ইরান-ইসরায়েল উত্তেজনা

ক্ষিপ্ত হয়ে যার পক্ষ নিলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ইরানের হামলার জবাবে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। তারা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ সময় কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মন্ত্রিসভার এক সভা শেষে আঙ্কারায় সংবাদ সম্মেলনে এরদোয়ান ইরান-ইসরায়েল নিয়ে কথা বলেন। এতে চীনের পর তুরস্কে মন্তব্য ইরানের পক্ষে গেল।

রিসেপ তাইয়ের এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য দায়ী।

তিনি বলেন, ইসরায়েল একটি আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে। দামেস্কে ইরানের দূতাবাসে হামলা ছিল তারই পরিকল্পনার অংশ।

এরদোয়ান বলেন, যতদিন গাজায় নিষ্ঠুরতা ও গণহত্যা অব্যাহত থাকবে ততদিন আঞ্চলিক সংঘাত থাকবে। এ থেকে উত্তরণে সব পক্ষকে কাণ্ডজ্ঞানের পরিচয় দিতে হবে।

এ সময় তিনি পশ্চিমাদের প্রতি নিন্দা জানান। কারণ, হিসেবে বলেন, তারা ইসরায়েলে ইরানের হামলার নিন্দায় ব্যস্ত, অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় চুপ ছিল।

সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। গত শনিবার রাতের এ হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি।

ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

ইরান বলছে, তারা নতুন করে উত্তেজনা চায় না। তবে আক্রমণের শিকার হলে সেকেন্ডের ব্যবধানে জবাব দেবে।

বিষয়টি নিয়ে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর কথা হয়। ওই ফোনালাপেও ইসরায়েলে হামলা এবং পরের পরিস্থিতি নিয়ে একই অবস্থান জানায় ইরান।

পরে চীন বলে, ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছে বলে চীন বিশ্বাস করে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও ইরান সক্ষম। সে সঙ্গে ইরানের কনস্যুলেটে হামলারও নিন্দা জানায় চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাগত সন্তানের মুখ দেখা হলো না শান্তর, পাগলপ্রায় মমিনুলের মা

ওসমান হাদিকে বিদেশ নেওয়ার তথ্য জানালেন জুমা

ঢাকায় ফিরে আবেগী শোয়েব আখতার, ইচ্ছে মাছ-ভাত খাওয়ার

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

ডাব পাড়তে গিয়ে গাছের চূড়ায় ঘুমিয়ে গেলেন যুবক, অতঃপর...

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ

শান্তি মিশনে যাওয়ার আগে বাবাকে যা বলেছিলেন নিহত জাহাঙ্গীর

বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ, মাঠে নামছেন নান্নু-সুজনরা

রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার

সুদানে নিহত সেনা সদস্য রানার বাড়িতে চলছে শোকের মাতম

১০

ডেটলের নামে ভয়ংকর প্রতারণা, গোপন কারখানার সন্ধান

১১

পরিচয় মিলল হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকের

১২

ক্রিকেটে আবারও ভারতের কাছে নাস্তানাবুদ পাকিস্তান

১৩

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় বুদ্ধিজীবী দিবসের সভা বর্জন বীর মুক্তিযোদ্ধাদের

১৪

ফি না দেওয়ায় ছাত্রকে পরীক্ষায় বসতে দেননি অধ্যক্ষ

১৫

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

১৬

জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী

১৭

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে তামিমের ক্ষোভ

১৮

খাতুনগঞ্জে বেচাকেনায় ধস / দেশের ভোগ্যপণ্যের নিয়ন্ত্রণ কী হাতছাড়া হচ্ছে চট্টগ্রামের?

১৯

সিডনিতে হামলা / গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য

২০
X