রাশিয়ার টুঁটি চেপে ধরতে সাহস কুলায়নি বেলজিয়ামের। তবে নেদারল্যান্ডস সেই পথে না হাঁটার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওলোনগ্রেন জানিয়েছে, ইউক্রেনকে ২৪টি এফ-16 ফাইটার জেট দেবে নেদারল্যান্ড। সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে এমন জানান তিনি।
তবে তার দেশ বেলজিয়ামের পথ অনুসরণ করবে না বলেও জানান ওলোনগ্রেন। বেলজিয়াম জানিয়েছে, তারা ইউক্রেনকে এফ-16 যুদ্ধবিমান ঠিকই দেবে, তবে সেগুলো রাশিয়ার আকাশসীমায় ওড়ানো যাবে না। রাশিয়ায় ঢুকে হামলার জন্য ডাচ ফাইটার জেট ব্যবহার করার অনুমতি দিলেও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ওলোনগ্রেন।
সিঙ্গাপুরে এই নিরাপত্তা সম্মেলনের ওলোনগ্রেন ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ অন্য সিনিয়র কর্মকর্তারা মিলিত হন। রোববারের এই সম্মেলনে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
ইউক্রেনকে সহায়তা ইস্যুতে ওলোনগ্রেন বড় বড় আশ্বাস দিলেও তার সময় ফুরিয়ে এসেছে। দেশটিতে নতুন ডানপন্থি সরকার শপথ নিলেই তাকে পদত্যাগ করতে হবে। এখন নতুন সরকার যেন ন্যাটো ও ইউক্রেন সহায়তা অব্যাহত রাখে সেটাই চাইছেন ওলোনগ্রেন।
মন্তব্য করুন