কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৪০ স্কুলে বোমা হামলার হুমকি, বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের

ভারতে একটি বিদ্যালয়ের প্রবেশপথে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ভারতে একটি বিদ্যালয়ের প্রবেশপথে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ভারতে বিমানে বোমা আতঙ্ক কাটতে না কাটতেই এবার স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী নয়াদিল্লির ৪০টিরও বেশি স্কুলে এ হামলার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দিল্লির ৪০ টিরও বেশি স্কুল ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে পুলিশি পরীক্ষায় এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি ছিল নিছক প্রতারণা।

দিল্লি পুলিশের পিআরও সঞ্জয় ত্যাগী আশ্বস্ত করেন, পুলিশের পক্ষ থেকে সব স্কুল ওশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভাগ সবার নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত রাখবে।

তিনি বলেন, আমরা শিগগিরই ইমেইলের বিষয়ে তদন্ত শুরু করব। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এনডিটিভি জানিয়েছে, পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলসহ ৪৪ স্কুলে এ হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

স্কুলে পাঠানো এসব মেইল যাচাই করেছে এনডিটিভি। সেখানে বলা হয়েছে, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে এ মেইল পাঠানো হয়েছে। যেখানে ভবনের ভেতর একাধিক বোমা রাখার দাবি করা হয়েছে।

মেইলে বলা হয়েছে, লুকিয়ে রাখা বোমাগুলো খুবই ছোট এবং এগুলো দারুণভাবে লুকানো রয়েছে। এ সময় বোমাগুলো নিষ্ক্রিয় করতে ৩০ হাজার ডলার দাবি করা হয়।

মেইলে বলা হয়, বোমা হামলায় ভবনের খুব বেশি ক্ষতি হবে না। তবে এর ফলে অনেক লোক আহত হবে। পুলিশ জানিয়েছে, তারা মেইলের আইপি অ্যাড্রেস নিয়ে তদন্ত করছে। এ ছাড়া মেইল পাঠানো ব্যক্তিকে খোঁজ করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং স্থানীয় পুলিশসহ দমকলকর্মীরা স্কুলে তল্লাশি চালিয়েছেন। তবে এতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এর আগে এনডিটিভ জানায়, ভারতের বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলো চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত ৯৯৯টি ভুয়া বোমা হামলার হুমকি পেয়েছে। ভারতের উপ-বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মুরলীধর মহল পার্লামেন্টকে জানান, ২০২৩ সালে পাওয়া হুমকির চেয়ে এ বছর প্রায় ১০ গুণ বেশি হুমকি এসেছে। কেবল অক্টোবরের শেষ দুই সপ্তাহেই ৫ শতাধিক হুমকি এসেছে। হুট করে ভুয়া হুমকি এমন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। উড়োজাহাজ চলাচলে ঘটেছে ব্যাপক বিঘ্ন।

মহল বলেন, ‘সম্প্রতি পাওয়া হুমকিগুলো সবই ভুয়া, ভারতের বিমানবন্দর বা উড়োজাহাজে পাওয়া কোনো হুমকিরই সত্যতা পাওয়া যায়নি।’

তিনি জানান, পুলিশ এখন পর্যন্ত ২৫৬টি অভিযোগ নথিভুক্ত করেছে এবং হুমকির ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কর্তৃপক্ষ বিমানবন্দরে ১২০টি বোমা হামলার হুমকির সতর্কতা রেকর্ড করেছিল। এসব হুমকির প্রায় অর্ধেকই ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি ও মুম্বাইকে নিশানা করে করা হয়েছিল। কিন্তু এ বছর এমন হুমকির ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথা গোঁজার ঠাঁই চান নিঃস্ব নূরজাহান

ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড জমার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? জেনে নিন

শহীদ আসাদের ৫৭তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থীর রিট

চিন্ময়ের মাথার ওপর ছাতা, আদালতে কৌতূহল

চানখাঁরপুল হত্যা মামলার রায় হচ্ছে না আজ

কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

বাসর রাতে মুখ ধোয়ার পর বউকে চিনতে পারল না বর, অতঃপর...

নির্বাচনে জয় পেলে বিশ্বস্ততার সঙ্গে কাজ করব : জামায়াত আমির

১০

কর্মীরা বিয়ে করলেই ১৫ লাখ টাকা দিচ্ছেন বস, বাচ্চা হলে দেবেন আরও

১১

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা 

১২

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

১৩

স্কটল্যান্ডের সাথে যোগাযোগই করেনি আইসিসি! 

১৪

ফাইনালে বিতর্কিত সেই পেনাল্টি মিসের পর যা বললেন দিয়াজ

১৫

গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস

১৬

শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি’ বাদশা গ্রেপ্তার

১৭

সিডনিতে হাঙরের তাণ্ডব, মৃত্যুর মুখে ২ তরুণ

১৮

নানা সুযোগ-সুবিধাসহ চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

১৯

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে ৪০০ ঘর

২০
X