কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৪০ স্কুলে বোমা হামলার হুমকি, বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের

ভারতে একটি বিদ্যালয়ের প্রবেশপথে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ভারতে একটি বিদ্যালয়ের প্রবেশপথে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ভারতে বিমানে বোমা আতঙ্ক কাটতে না কাটতেই এবার স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী নয়াদিল্লির ৪০টিরও বেশি স্কুলে এ হামলার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দিল্লির ৪০ টিরও বেশি স্কুল ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে পুলিশি পরীক্ষায় এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি ছিল নিছক প্রতারণা।

দিল্লি পুলিশের পিআরও সঞ্জয় ত্যাগী আশ্বস্ত করেন, পুলিশের পক্ষ থেকে সব স্কুল ওশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভাগ সবার নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত রাখবে।

তিনি বলেন, আমরা শিগগিরই ইমেইলের বিষয়ে তদন্ত শুরু করব। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এনডিটিভি জানিয়েছে, পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলসহ ৪৪ স্কুলে এ হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

স্কুলে পাঠানো এসব মেইল যাচাই করেছে এনডিটিভি। সেখানে বলা হয়েছে, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে এ মেইল পাঠানো হয়েছে। যেখানে ভবনের ভেতর একাধিক বোমা রাখার দাবি করা হয়েছে।

মেইলে বলা হয়েছে, লুকিয়ে রাখা বোমাগুলো খুবই ছোট এবং এগুলো দারুণভাবে লুকানো রয়েছে। এ সময় বোমাগুলো নিষ্ক্রিয় করতে ৩০ হাজার ডলার দাবি করা হয়।

মেইলে বলা হয়, বোমা হামলায় ভবনের খুব বেশি ক্ষতি হবে না। তবে এর ফলে অনেক লোক আহত হবে। পুলিশ জানিয়েছে, তারা মেইলের আইপি অ্যাড্রেস নিয়ে তদন্ত করছে। এ ছাড়া মেইল পাঠানো ব্যক্তিকে খোঁজ করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং স্থানীয় পুলিশসহ দমকলকর্মীরা স্কুলে তল্লাশি চালিয়েছেন। তবে এতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এর আগে এনডিটিভ জানায়, ভারতের বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলো চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত ৯৯৯টি ভুয়া বোমা হামলার হুমকি পেয়েছে। ভারতের উপ-বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মুরলীধর মহল পার্লামেন্টকে জানান, ২০২৩ সালে পাওয়া হুমকির চেয়ে এ বছর প্রায় ১০ গুণ বেশি হুমকি এসেছে। কেবল অক্টোবরের শেষ দুই সপ্তাহেই ৫ শতাধিক হুমকি এসেছে। হুট করে ভুয়া হুমকি এমন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। উড়োজাহাজ চলাচলে ঘটেছে ব্যাপক বিঘ্ন।

মহল বলেন, ‘সম্প্রতি পাওয়া হুমকিগুলো সবই ভুয়া, ভারতের বিমানবন্দর বা উড়োজাহাজে পাওয়া কোনো হুমকিরই সত্যতা পাওয়া যায়নি।’

তিনি জানান, পুলিশ এখন পর্যন্ত ২৫৬টি অভিযোগ নথিভুক্ত করেছে এবং হুমকির ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কর্তৃপক্ষ বিমানবন্দরে ১২০টি বোমা হামলার হুমকির সতর্কতা রেকর্ড করেছিল। এসব হুমকির প্রায় অর্ধেকই ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি ও মুম্বাইকে নিশানা করে করা হয়েছিল। কিন্তু এ বছর এমন হুমকির ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন

ওসমান হাদী গুলিবিদ্ধ, হুঁশিয়ারি দিলেন সাদিক কায়েম

ভেঞ্চুরিনির যাত্রায় যুক্ত হলেন নোবেল

সিঁড়ি দিয়ে টানা ওঠানামা করলে কি কোনও উপকার পাওয়া যায়, জেনে নিন

ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে

বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ

রেললাইনের দুটি স্থানে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

অভিনেতা অপূর্বের ঘরে এলো কন্যাসন্তান

দলের অবনমনের ক্ষোভে স্টেডিয়ামে আগুন দিল সমর্থকরা

দিনে বা সপ্তাহে কত ঘণ্টা কাজ করা উচিত, যা বলছে বিজ্ঞান

১০

বালক বিদ্যালয়ের ভর্তি লটারিতে এলো মিস জুলেখা খাতুনের নাম

১১

পদোন্নতি পাওয়া ৩০ ডিআইজি নতুন দায়িত্বে

১২

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই : শফিকুল আলম

১৩

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন তানজিম সাকিব

১৪

সর্বোচ্চ কতটি আসনে প্রার্থী হওয়া যাবে জানাল ইসি

১৫

গাজায় ঝড়ের তাণ্ডব, বিপর্যস্ত জনজীবন

১৬

বাম্পার ফলনের আশায় আলু চাষে ব্যস্ত চাষিরা

১৭

হারার পর ব্যাটিং অর্ডার নিয়ে অদ্ভুত অজুহাত ভারতের

১৮

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

১৯

হাসপাতালের আবাসিক ভবনের দেয়ালে পরগাছা, খসে পড়ছে পলেস্তারা

২০
X