বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত বছরের আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কের অবনতি ঘটে। বাংলাদেশ সরকার তাকে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছে।

এমন পরিস্থিতে ‘শেখ হাসিনা ভারতের জন্য অনেক ভালো কাজ করেছেন, তাই তাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক, কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।

কংগ্রেস নেতা আরও বলেন, শেখ হাসিনাকে যত দিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেছিলেন এবং সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা অত্যন্ত ইতিবাচক ছিল।

রোববার (১২ জানুয়ারি) কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এই সাক্ষাৎকার দেন মণি শংকর আইয়ার।

তিনি বলেন, এ ধরনের আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের জন্য অনেক ভালো কাজ করেছেন, তাই তাকে যত দিন প্রয়োজন, এমনকি সারা জীবন পর্যন্ত ভারতে থাকতে দেওয়া উচিত। তিনি মনে করেন, শেখ হাসিনার জন্য ভারতের আশ্রয় দেওয়া একটি প্রশংসনীয় পদক্ষেপ।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনে পতন ঘটে ৭৭ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। এরপর দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন হাসিনা। এখনো সেখানেই আছেন তিনি।

মণি শংকর আইয়ার আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্যি, তবে বেশির ভাগ ক্ষেত্রেই তা শেখ হাসিনার সমর্থকদের ওপর রাজনৈতিক হামলা। তিনি বলেন, হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।

এছাড়া, পাকিস্তান এবং ভারত সম্পর্ক নিয়ে আইয়ার বলেন, পাকিস্তানের জনগণ ভারতীয়দের মতোই, শুধু ভাগ্যের কারণে তারা আলাদা দেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারি, কারণ কাশ্মীর ইস্যুতে মনমোহন সিংয়ের দেখানো পথ অনুসরণ করা উচিত।

মণি শংকর আইয়ার ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে সক্ষম, কিন্তু পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে সাহসী নই। তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের পাশাপাশি আফগানিস্তানের তালেবান সরকারের বিষয়ে ভারতের সতর্ক অবস্থানও তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১০

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১১

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১২

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৩

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৪

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৫

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৬

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

১৭

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৮

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৯

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

২০
X