কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত বছরের আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কের অবনতি ঘটে। বাংলাদেশ সরকার তাকে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছে।

এমন পরিস্থিতে ‘শেখ হাসিনা ভারতের জন্য অনেক ভালো কাজ করেছেন, তাই তাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক, কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।

কংগ্রেস নেতা আরও বলেন, শেখ হাসিনাকে যত দিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেছিলেন এবং সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা অত্যন্ত ইতিবাচক ছিল।

রোববার (১২ জানুয়ারি) কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এই সাক্ষাৎকার দেন মণি শংকর আইয়ার।

তিনি বলেন, এ ধরনের আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের জন্য অনেক ভালো কাজ করেছেন, তাই তাকে যত দিন প্রয়োজন, এমনকি সারা জীবন পর্যন্ত ভারতে থাকতে দেওয়া উচিত। তিনি মনে করেন, শেখ হাসিনার জন্য ভারতের আশ্রয় দেওয়া একটি প্রশংসনীয় পদক্ষেপ।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনে পতন ঘটে ৭৭ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। এরপর দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন হাসিনা। এখনো সেখানেই আছেন তিনি।

মণি শংকর আইয়ার আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্যি, তবে বেশির ভাগ ক্ষেত্রেই তা শেখ হাসিনার সমর্থকদের ওপর রাজনৈতিক হামলা। তিনি বলেন, হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।

এছাড়া, পাকিস্তান এবং ভারত সম্পর্ক নিয়ে আইয়ার বলেন, পাকিস্তানের জনগণ ভারতীয়দের মতোই, শুধু ভাগ্যের কারণে তারা আলাদা দেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারি, কারণ কাশ্মীর ইস্যুতে মনমোহন সিংয়ের দেখানো পথ অনুসরণ করা উচিত।

মণি শংকর আইয়ার ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে সক্ষম, কিন্তু পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে সাহসী নই। তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের পাশাপাশি আফগানিস্তানের তালেবান সরকারের বিষয়ে ভারতের সতর্ক অবস্থানও তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

১০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮ লাখ টাকা রেটে চুক্তি, প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৮ 

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

১০

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

১১

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

১২

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

১৩

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

১৪

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

১৫

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

১৬

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

১৭

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১৯

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

২০
X