সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত

বিমানে বীভৎস কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় এক মাতাল যাত্রী। যাত্রাকালে তিনি জাপানিজ এক ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গায়ে মূত্রত্যাগ করেছেন।

বুধবার (০৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি এক মদ্যপ ভারতীয় যাত্রী সহযাত্রীর ওপর প্রস্রাব করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যাত্রীর নাম তুষার মাসান্দ (২৪)। তিনি ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি আসনে বসা ছিলেন।

সূত্র জানায়, তুষার হুইস্কি পান করার পর এক জাপানি ব্যবসায়ীর (একজন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক) উপর প্রস্রাব করেন। পাশের সিটে থাকা আরেক যাত্রীও এই ঘটনার জন্য অভিযোগ করেছেন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ ঘটনাটিকে অশালীন যাত্রীর আচরণ বলে স্বীকার করলেও, সরাসরি প্রস্রাবের ঘটনার উল্লেখ করেনি। তবে তারা জানিয়েছে, অভিযুক্ত যাত্রীকে সাময়িকভাবে ৩০ দিনের জন্য ফ্লাইটে উঠতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়, আমাদের ক্রু সকল নিয়ম মেনে চলেছে। অভিযুক্ত যাত্রীকে সতর্ক করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীকে ব্যাংককে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।

ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু কিন্জারাপু এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন। তিনি বার্তাসংস্থা এএনআইকে জানান, এধরনের ঘটনার ক্ষেত্রে মন্ত্রণালয় তৎপর থাকে। আমরা এয়ার ইন্ডিয়ার সঙ্গে কথা বলব এবং যদি কোনো অনিয়ম হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত দুই বছরে বিমানে যাত্রীদের দ্বারা সহযাত্রীদের ওপর প্রস্রাব করার একাধিক ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালের মার্চে একই রকম আচরণের কারণে যুক্তরাষ্ট্রে পড়া ভারতীয় এক শিক্ষার্থীকে আমেরিকান এয়ারলাইন্স আজীবনের জন্য নিষিদ্ধ করে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে আরেক মদ্যপ ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক প্রবীণ মহিলার ওপর মূত্রত্যাগ করেন বলে অভিযোগ ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১০

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১১

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১২

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৩

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৪

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৫

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৬

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৭

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৯

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

২০
X