শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ছবি : সংগৃহীত

বিমানে বীভৎস কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় এক মাতাল যাত্রী। যাত্রাকালে তিনি জাপানিজ এক ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গায়ে মূত্রত্যাগ করেছেন।

বুধবার (০৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি এক মদ্যপ ভারতীয় যাত্রী সহযাত্রীর ওপর প্রস্রাব করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যাত্রীর নাম তুষার মাসান্দ (২৪)। তিনি ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি আসনে বসা ছিলেন।

সূত্র জানায়, তুষার হুইস্কি পান করার পর এক জাপানি ব্যবসায়ীর (একজন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক) উপর প্রস্রাব করেন। পাশের সিটে থাকা আরেক যাত্রীও এই ঘটনার জন্য অভিযোগ করেছেন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ ঘটনাটিকে অশালীন যাত্রীর আচরণ বলে স্বীকার করলেও, সরাসরি প্রস্রাবের ঘটনার উল্লেখ করেনি। তবে তারা জানিয়েছে, অভিযুক্ত যাত্রীকে সাময়িকভাবে ৩০ দিনের জন্য ফ্লাইটে উঠতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়, আমাদের ক্রু সকল নিয়ম মেনে চলেছে। অভিযুক্ত যাত্রীকে সতর্ক করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীকে ব্যাংককে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।

ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু কিন্জারাপু এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন। তিনি বার্তাসংস্থা এএনআইকে জানান, এধরনের ঘটনার ক্ষেত্রে মন্ত্রণালয় তৎপর থাকে। আমরা এয়ার ইন্ডিয়ার সঙ্গে কথা বলব এবং যদি কোনো অনিয়ম হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত দুই বছরে বিমানে যাত্রীদের দ্বারা সহযাত্রীদের ওপর প্রস্রাব করার একাধিক ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালের মার্চে একই রকম আচরণের কারণে যুক্তরাষ্ট্রে পড়া ভারতীয় এক শিক্ষার্থীকে আমেরিকান এয়ারলাইন্স আজীবনের জন্য নিষিদ্ধ করে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে আরেক মদ্যপ ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক প্রবীণ মহিলার ওপর মূত্রত্যাগ করেন বলে অভিযোগ ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

১১

বিগ ব্যাশে স্মিথ শো

১২

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১৩

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৪

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১৫

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

১৬

হ্যান্সি ফ্লিকের শিষ্যদের থামানোর কেউ নেই!

১৭

গরম ভাতে ঘি খান, মস্তিষ্কে কেমন প্রভাব পড়ে জানলে অবাক হবেন

১৮

রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় এমপি প্রার্থী উদ্ধার

১৯

খালেদা জিয়ার চিকিৎসাজনিত অবহেলার তদন্ত হওয়া প্রয়োজন : চিকিৎসকদলের প্রধান

২০
X