ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এবার এ দাবি নিয়ে মুখ খুলেছে ভারতীয় দূতাবাস। তারা এ দাবিকে প্রত্যাখ্যান করেছে।
বুধবার (০৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতীয় ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তবে এ দাবিকে ভুয়া বলে উল্লেখ করেছে চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভারতীয় দূতাবাস বলেছে, আপনাদের উৎস যাচাই করুন এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করুন—এরপর এমন ভুয়া খবর প্রচার করা উচিত।
দূতাবাস আরও অভিযোগ করে, অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে কিছু পাকিস্তানপন্থি প্রোফাইল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এর আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল, ভারতীয় বাহিনীর হামলার জবাবে তারা ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারত সরকার এখন পর্যন্ত এই দাবির বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৪টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালিয়েছে। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে হয়।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।
মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে চালানো হামলায় তিনজন নিহত হন, আহত হন এক মেয়ে ও এক ছেলে। কোটলির আব্বাস মসজিদে হামলায় নিহত হন ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে, আহত হন এক মা ও তার মেয়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।
এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।
তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান এবং অবন্তীপুরে দুটি বিমান গুলি করে নামানো হয়েছে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পরমাণু শক্তিধর দু-দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মন্তব্য করুন