বিমানে ওঠার পরপরই এক যাত্রী প্যানিক অ্যাটাকের শিকার হন। এ অবস্থায় মেজাজ হারিয়ে তাকে চড় মেরে বসেন তার সহযাত্রী। ঘটনাটি ভিডিও করেন আরেক যাত্রী, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দুজন কেবিন ক্রু প্যানিক অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করছেন এবং তাকে বিমান থেকে নামানোর চেষ্টা করছেন। তখনই পাশের সিটে বসা একজন যাত্রী তাকে চড় মারেন। এ সময় একজন কেবিন ক্রু যাত্রীকে এমন কাজ না করার জন্য অনুরোধ করতে থাকেন। একই সময় আক্রমণের শিকার হওয়া ব্যক্তি কেঁদে ফেলেন।
যে ব্যক্তি ভিডিও ধারণ করছিলেন তিনি প্রতিবাদ করে বলেন, ‘আপনি তাকে কেন মারলেন?’ উত্তরে অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘তার জন্য আমাদের সমস্যা হচ্ছে।’
অন্য আরেক যাত্রী বলেন, আমরা সবাই সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে আপনি তাকে মারবেন। এরপর তিনি ক্রুদের অসুস্থ ব্যক্তির জন্য পানি আনতে বলেন।
ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে এয়ার ইন্ডিগো বলেছে, আমরা আমাদের ফ্লাইটে সংঘটিত শারীরিক আঘাতের ঘটনা অবগত। এমন অশোভন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমরা এমন সকল কার্যকলাপের কঠোর নিন্দা জানাচ্ছি। এটি আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে।
বিমানের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের ক্রু নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কার্যক্রম নিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে অশোভন আচরণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর তাকে নিরাপত্তা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে সকল প্রাসঙ্গিক নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে জানানো হয়েছে।
মন্তব্য করুন