ভারতের হায়দরাবাদের রেলওয়ে ডিগ্রি কলেজের এক দ্বিতীয় বর্ষের ছাত্রীকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। পুলিশ ও পরিবারের বরাতে জানা গেছে, কলেজের ভলিবল কোচের ক্রমাগত হেনস্থা এবং প্রেমের জন্য চাপ তৈরি করায় এমন ঘটনা ঘটেছে।
পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে প্রায়শই হেনস্থা করতেন ওই কোচ। তবে তরুণী বিষয়টি সরাসরি পরিবারকে জানাননি; বিষয়টি পরে তার সহপাঠীদের কাছ থেকে জানা গেছে। কোচের বিরুদ্ধে হেনস্থা ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, তরুণীর দেহ যে ঘর থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। এক তদন্ত কর্মকর্তা বলেন, তরুণী তার পরিবারকে এ বিষয়ে কিছু জানাননি। ঘটনা সম্পর্কে আমরা সহপাঠীদের কথাবার্তা থেকেও জেনেছি।
অভিযুক্ত কোচকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ, বন্ধু ও সহপাঠীদের সঙ্গেও কথা বলে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : আনন্দবাজার
মন্তব্য করুন