যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার (শাটডাউন) জেরে শুরু হয়েছে ব্যাপক সরকারি কর্মী ছাঁটাই। হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে একযোগে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে। তবে ঠিক কতজন চাকরি হারাতে যাচ্ছেন, তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি।
এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দায়ী করছেন ডেমোক্র্যাটদের। তার ভাষায়, ‘ওরাই এই পরিস্থিতি তৈরি করেছে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, এই ছাঁটাই আসলে ‘ডেমোক্র্যাটদের নিজের সিদ্ধান্তের ফল।’
প্রেসিডেন্টের নির্দেশে ট্রেজারি বিভাগ, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস), শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের আদালত নথি অনুযায়ী, ইতোমধ্যে সাতটি ফেডারেল সংস্থায় ৪ হাজার ২০০-এর বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ট্রেজারি বিভাগেই চাকরি হারিয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন, আর স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে অন্তত ১ হাজার ১০০ কর্মী বরখাস্ত হয়েছেন।
সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াকে যুক্তরাষ্ট্রে বলা হয় শাটডাউন। এটি ঘটে যখন কংগ্রেস সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেট বা অর্থ বরাদ্দ অনুমোদন করে না। ফলে সরকারি দপ্তরগুলো কার্যত অচল হয়ে পড়ে।
এ বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসনের তথাকথিত ‘সংকোচন অভিযান’-এর অংশ হিসেবে প্রায় তিন লাখ ফেডারেল কর্মীকে ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছিল। এখন সেই পদক্ষেপ আরও আকার পাচ্ছে শাটডাউনকে অজুহাত করে।
ট্রাম্প প্রশাসনের দাবি, শাটডাউনের দায় পুরোপুরি ডেমোক্র্যাটদের। যদিও রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ, তবু সরকারি তহবিল অনুমোদনের জন্য সিনেটে ডেমোক্র্যাটদের ভোট প্রয়োজন হয়। কিন্তু তারা স্বাস্থ্যবিমা ভর্তুকি বাড়ানোর দাবিতে অনড়। ডেমোক্র্যাটদের যুক্তি— এই ভর্তুকি নবায়ন না হলে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় থাকা ২ কোটি ৪০ লাখ আমেরিকান নাগরিকের চিকিৎসা ব্যয় ভয়াবহভাবে বেড়ে যাবে।
শাটডাউন সংকট এখন টানা দশম দিনে গড়িয়েছে। ট্রাম্প এরই মধ্যে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, যেসব সংস্থা ‘ডেমোক্র্যাটদের প্রভাবাধীন’, সেগুলোর কর্মীদের আগে ছাঁটাই করা হবে।
এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত ২৮ বিলিয়ন ডলার মূল্যের অবকাঠামো তহবিল স্থগিত করেছেন নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়ে— যে রাজ্যগুলোতে ডেমোক্র্যাট ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি।
রাজনৈতিক অচলাবস্থা এখন যুক্তরাষ্ট্রজুড়ে প্রশাসনিক সংকটে রূপ নিচ্ছে। হাজারো সরকারি কর্মীর জীবিকা ঝুঁকিতে পড়েছে, আর এর পেছনে একে অপরকে দায়ী করছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল।
সূত্র : রয়টার্স
মন্তব্য করুন