সাত দফায় শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। তবে নির্বাচনের পরপরই দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বুথফেরত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএর সংখ্যাগরিষ্ঠতার খবর জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে জয়ের দাবি করেছেন নরেন্দ্র মোদি নিজেও। শনিবার (০১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিজের জয়ের দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এমন দাবির পর একই দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেসও।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ভারতের জনগণ এনডিএ জোটকে পুনঃনির্বাচিত করতে ভোট দিয়েছে। নিজে এমন দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
India has voted! A heartfelt thank you to all those who exercised their franchise. Their active participation is the cornerstone of our democracy. Their commitment and dedication ensures that the democratic spirit thrives in our nation. I would also like to specially — Narendra Modi (@narendramodi) June 1, 2024
এক্সে পোস্টে ভোটারদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, তারা তীব্র গরমকে উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একইসঙ্গে এনডিএর সব কর্মীকেও সাধুবাদ জানান তিনি।
পোস্টে বিরোধীদলের সমালোচনা করেছেন মোদি। তিনি বলেন, তারা ভোটারদের কাছে টানতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলকে তিনি বর্ণবাদী, সাম্প্রদায়িক এবং দুর্নীতিবাজ বলেও সমালোচনা করেন মোদি।
কী বলছে কংগ্রেস
নির্বাচনে ভোটগ্রহণের পর একই দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। তারাও নির্বাচনে জয়ের দাবি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটি জানিয়েছে, তারা নির্বাচনে ২৯৫- এর বেশি আসন পাবে। যা তাদের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা এনে দিবে।
দুই দলের পক্ষ থেকে এমন দাবি করে হলেও কোনোটিই এখনো চূড়ান্ত নয়। ভারতের নির্বাচন কমিশন আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। আর তখনই আসলে নির্বাচনে কে বিজয়ী হয়েছেন তা জানা যাবে।
মন্তব্য করুন