টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেবেন আগামীকাল রোববার (৯ জুন)। রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠান ঘিরে চরম ব্যস্ততা দিল্লিজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার সদস্য এবং দেশি-বিদেশি আমন্ত্রিতদের সুরক্ষা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে রাজধানীকে। এমনকি রাষ্ট্রপতি ভবন ও আশপাশের অঞ্চলকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
ভারতে জওহরলাল নেহরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। রাষ্ট্রপতি ভবনের সামনের উঠানে বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথিদের সামনে শপথ নেবেন মোদি।
গত ১ জুন সাত দফায় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। এরপর ৪ জুন দেশটির নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। এতে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের অধিকার পায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনের উঠানে প্রধানমন্ত্রী মোদি এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ শুরু হবে। এ উপলক্ষে শপথস্থল এবং আশপাশের অঞ্চলকে শনিবার থেকেই তিন স্তরের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে।
কড়া নিরাপত্তার প্রথম স্তরে আছে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী। দ্বিতীয় স্তরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। এরপরের বলয়ে আছেন গোয়েন্দা বিভাগের উচ্চক্ষমতাধর কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি বাহিনী।
এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশেষ অতিথিরা তাজ, ওবেরয়, লীলা, মৌর্যসহ বিভিন্ন হোটেলে থাকবেন। সেখানেও নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
সূত্র বলছে, দিল্লির ওপর নজর রাখতে আকাশে ক্রমাগত চক্কর দেবে বিমানবাহিনীসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর হেলিকপ্টার। হেলিকপ্টারগুলোতে সেনা ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোরা ভারী অস্ত্র হাতে থাকবেন। দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলোতে এনএসজি এবং সেনার স্নাইপারদের মোতায়েন করা হবে।
মোদির সঙ্গে থাকা নিয়ে যা বললেন নাইডু
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এ দফায় প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডুর। যদিও তাকে নিয়ে গুঞ্জন ছিল তবুও তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ওপর পূর্ণ আস্থা রেখেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, যারা এদিক-ওদিকে যেতে চান তাদের লাভ হয় না। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই আপনার সঙ্গে থাকব, আপনার নেতৃত্বে কাজ করব।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্য নেতাদের উদ্দেশে তিনি বলেন, সকলে এগিয়ে যাবেন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মোদির সঙ্গেই থাকব। উনি যা করবেন তা আমরা সবাই মিলে মেনে চলব।
শুক্রবার সকালে এনডিএ জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে তিনি এসব কথা বলেন।
এনডিএর এ বৈঠকে মোদির বাঁ পাশে ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং তার পাশেই ছিলেন আরেক কিংমেকার নীতিশ কুমার। বৈঠকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করা হলে তাতে সমর্থন জানান বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের (জেডিইউ) প্রধান নীতিশ কুমার।
মন্তব্য করুন