সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পাথর জব্দ করছে প্রশাসন। ছবি : কালবেলা
বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পাথর জব্দ করছে প্রশাসন। ছবি : কালবেলা

সিলেটের সাদাপাথর ফেরত আনতে শেষ পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। ২৬ আগস্ট (মঙ্গলবার) মধ্যে স্বেচ্ছায় পাথর ফেরত না দিলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। চুরি হওয়া পাথর ১০ নম্বর ঘাট ডাম্পিং স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশের বহুল আলোচিত ঘটনার অন্যতম পাথর লুট। কালবেলাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি সামনে আসায় তোলপাড় শুরু হয় প্রশাসনসহ সর্ব মহলে। ইতোমধ্যে ওএসডি করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদকে। সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে বদলি করা হয় ফেঞ্চুগঞ্জে। পর্যটন স্পট পরিদর্শন করেছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম।

তারা পাথর লুটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। প্রশাসনের যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার ঘোষণা দেন। এরপর থেকে সিলেটের বিভিন্ন এলাকায় অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এ দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। গোয়াইনঘাটের জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে দুজনকে আটকও করেছে পুলিশ।

জানা গেছে, সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর প্রদক্ষেপের দিকেই এগুচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজ খরচে পাথরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পর থেকে কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানীগঞ্জে প্রশাসনের মতবিনিময় সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পট থেকে চুরি ও লুট হওয়া পাথর তিন দিনের মধ্যে ফেরত দিতে সময় দিয়েছে প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বসাধারণের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ বলেন, সাদাপাথরের সৌন্দর্য আগের জায়গায় ফিরিয়ে আনতে আমরা আপনাদের সহযোগিতা চাই। জেলা প্রশাসকের নির্দেশ আগামী তিন দিনের মধ্যে প্রতি ওয়ার্ডের লোকজন যাতে সাদাপাথর ফিরে দেয়। যদি কেউ পাথর ফিরে না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সার্কেল এএসপি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এদিকে, সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্বে কোনো অবহেলা আছে কি না এ বিষয় খতিয়ে দেখতে তাদের সদর দপ্তর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে লালাখাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সাদাপাথর লুটপাটের সঙ্গে জড়িত মহল বিজিবি সম্পর্কে নানা ধরনের অপতথ্য প্রচার করছে। কিন্তু সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে। এ কারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৩০০ গজের মধ্যে এলাকাগুলো থেকে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা।

এদিকে, কালবেলায় সংবাদ প্রকাশের পর অভিযানে ৮টি নৌকা ধ্বংস ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী কালবেলকে বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা ও ৮টি নৌকা ধ্বংস করেছি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল : পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

জোয়ারের তোড়ে লোকালয়ে ভেসে এলো বনের হরিণ

৩শ সাপ পুষছেন ইদ্রিস, কামড় খেয়েছেন দুই শতাধিক

রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া অজিদের

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

‘আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে’

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে আটকে দিচ্ছে পেন্টাগন

ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা 

১০

গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আজমল হোসেন

১১

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

১২

১২ মাসের জন্য ছিটকে গেলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার

১৩

তরুণ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ

১৪

আমরা চাই টাকা-পয়সার ব্যাপারে সমাধান হোক : পররাষ্ট্র উপদেষ্টা

১৫

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৬

গ্র্যান্ড স্ল্যামে প্রাইজ মানি বাড়ানোর আহ্বান জোকোভিচের

১৭

সবজির চড়া দামে বিপাকে সাধারণ মানুষ

১৮

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

১৯

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন

২০
X