কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মামা বাড়ির আবদার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও যে কোন সময় সেখানে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে। এমনই মামা বাড়ির আবদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৯ মাসের যুদ্ধ অবসানে একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এমন দাবি করেন তিনি।

নেতানিয়াহুর এমন আবদারে ভেস্তে যেতে বসেছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি। খবর মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের।

গেলো মে মাসে হামাস ও ইসরায়েলের মাঝে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিসর এতে মধ্যস্থতা করছে। এই চুক্তির লক্ষ্য- হামাস ও ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানো এবং প্রায় ১২০ জন ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা।

মার্কিনিদের প্রস্তাবিত এই পরিকল্পনায় সাড়া দিয়ে সমঝোতার শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে আসার ঘোষণাও দেয় হামাস। তবে এতে বাধ সেঁধেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর পরিবর্তে হামাস ৬ সপ্তাহের প্রথম পর্যায় জুড়ে আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের প্রস্তাব দিয়েছে। হামাস জানিয়েছে, তারা এই পরিকল্পনা মেনে নিয়েছে। তবে বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই গত রোববার নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে।

নেতানিয়াহু বলেন, চুক্তিতে ইসরায়েলকে যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান পুনরায় শুরু করতে কোনো বাধা দেওয়া যাবে না। নেতানিয়াহু বলেন, ইসরায়েল কর্তৃক স্বীকৃত ও প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক উত্থাপিত পরিকল্পনাটি জিম্মিদের ফিরিয়ে আনতে সহায়ক হবে। তবে যুদ্ধের অন্যান্য লক্ষ্য অর্জনে এটি যেন কোনো প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়।

নেতানিয়াহুর এমন গোয়ার্তুমির পর মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় নতুন অনিশ্চয়তা ঢুকিয়ে দিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই শর্তারোপের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সংবাদমাধ্যমটি বলেছে, হামাস যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে পরোক্ষ আলোচনার বিষয়ে নমনীয়তা দেখিয়েছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আলোচনায় ‘প্রতিবন্ধকতা’ সৃষ্টি করেছেন।

এদিকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, আমরা চুক্তিকে সহজতর করার লক্ষ্যে নমনীয়তা ও ইতিবাচকতা দেখিয়েছি কিন্তু নেতানিয়াহু আলোচনার পথে আরও বাঁধা সৃষ্টি করছেন। একটি চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১০

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১১

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১২

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৩

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৪

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১৫

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১৬

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

১৭

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

১৮

জুলাই আন্দোলনে বাঁধা, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ জনকে শাস্তি

১৯

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

২০
X