কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার শাসনভার নিয়ে যা বলছেন ফিলিস্তিনি যোদ্ধারা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ৯ মাসের বেশি সময় পার করেছে। তবে বিভিন্ন দেশের প্রচেষ্টাসত্ত্বেও যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। সম্প্রতি মার্কিন প্রস্তাবের বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ফলে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

দুই পক্ষই যখন যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা কাটিয়ে উঠতে যাচ্ছে ঠিক তখনই সামনে আসছে গাজার শাসন ন্যস্ত হবে কার হাতে। এ বিষয়ে একটি প্রস্তাবে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। দুপক্ষই জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসনভার তুলে দিতে রাজি হয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটন পোস্টের এক উপসম্পাদকীয়ের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কলাম লেখক ডেভিড ইগনাশিয়াসের লেখা উপসম্পাদকীয়তে বলা হয়েছে, একটি বন্দিবিনিময় ও যুদ্ধবিররতির ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। এটি এখন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করছে উভয়পক্ষ। চুক্তির দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সমর্থিত একটি বাহিনীর নেতৃত্বাধীন সরকারব্যবস্থা মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে এ দাবি করেছেন তিনি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রেমওয়ার্কে রাজি হলেও খুব দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হচ্ছে না। এছাড়া চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে আরও অনেক সময় লাগবে।

কলাম লেখক ইগিনাশিয়াস জানান, চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় বন্দি ইসরায়েলের পুরুষ সেনাদের মুক্তি দেবে হামাস। এ ধাপেই গাজা থেকে নিজেদের সব সেনা সম্পূর্ণ প্রত্যাহারসহ স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে দুই পক্ষ।

তিনি বলেন, গাজার নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী। এতে আরও সহায়তা করবে মধ্যপন্থি আরব দেশগুলো। ফিলিস্তিনি কর্তৃপক্ষের আড়াই হাজার সদস্য নিয়ে এ বাহিনী গঠন করা হবে। ইতোমধ্যে ইসরায়েলি যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে গেছেন এমন সদস্যদের এ বাহিনীতে নিয়োগ দেওয়া হবে।

এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, হামাস মধ্যস্থতাকারীদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছাড়ার কথা জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ২০০৭ সালের আগ পর্যন্ত গাজা শাসন করেছিল। তবে ওই বছর তাদের বিতাড়িত করে গাজার শাসনভার দখল করে হামাস। এরপর থেকে তারাই উপত্যকার শাসন চালিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী ব্যাটার এবার বিপিএলে

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : টুকু

৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১০

অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার

১১

বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

১২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে জেএমজি ফার্নিচার

১৩

তারেক রহমানের সহধর্মিণীকে ছবি দেখাচ্ছেন জুলাই শহীদের মা 

১৪

ফের বিশ্ব মঞ্চে ফিরছে বিটিএস

১৫

ছাত্রদলের নির্বাচন অফিস ঘেরাও নিয়ে শিবির সেক্রেটারির স্ট্যাটাস

১৬

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে এখনই

১৭

ইসির কাঠগড়ায় দ্বৈত নাগরিকত্ব

১৮

আর্টেমিস-২ মিশন / ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

১৯

পাম্পে শ্রমিক হত্যার অভিযোগ, ‘সুজন যুবদলের কেউ নয়’

২০
X