জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য গঠিত এ কমিটির সমন্বয়কারী করা হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন জিলানীকে।
মঙ্গলবার (৮ জুলাই) এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকিরের স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী, ২৬ জনকে সংগঠক ও ৫২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
যুগ্ম সমন্বয়কারীতে হলেন- মো. মনসুর আলম, রেজাউল করিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আজিজ মিয়া, রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, শামীম হোসেন, আব্দুল আউয়াল ফয়সাল ও সাজিম রহমান।
মন্তব্য করুন