কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে বিভিন্ন স্থানে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০

বৈরুথ মেডিক্যাল সেন্টারের সামনে অ্যাম্বুলেন্স ঘিরে মানুষের ভিড়। ছবি : সংগৃহীত
বৈরুথ মেডিক্যাল সেন্টারের সামনে অ্যাম্বুলেন্স ঘিরে মানুষের ভিড়। ছবি : সংগৃহীত

লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠান পেজার ব্যবহার করে থাকে। এছাড়া তারা আটজন নিহতের তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন স্থানে এ বিস্ফোরণকে অপরাধমূলক আগ্রাসন উল্লেখ করে এর জন্য তারা ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়া জানান, নিহতদের মধ্যে আট বছরের এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ২০০ জনের অবস্থা গুরুতর। তাদের বেশিরভাগ মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন।

আলজাজিরার বৈরুথ প্রতিনিধি জেইনা খদর জানান, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ কয়েক মাস আগে যোদ্ধাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করেন।ইসরায়েলের হাতে এসব স্মার্ট ফোনে অনুপ্রবেশের প্রযুক্তি রয়েছে বলেও জানান তিনি।

হিজবুল্লাহ যোদ্ধারা প্রধানের ওই আদেশের পর থেকৈ পেজার ব্যবহার করতেন। এ বিস্ফোরণের পর ডিভাইসগুলো বাহির থেকে কোনো পক্ষ নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করেন খদর।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী পেজার বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি কমান্ডারদের সাথে পরিস্থিতিগত মূল্যায়ন করেছেন এবং সকল অঙ্গনে অপরাধ এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছেন।

এতে আরও বলা হয়েছে, এ ঘটনার পর ইসরায়েলি জনসাধারণের প্রতিরক্ষামূলক নির্দেশিকায় কোনও পরিবর্তন হয়নি। তবে তাদের সতর্ক ও সজাগ থাকতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

১০

সকালে উঠেই কোন ভুলের কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি 

১১

গাজা সিটির নতুন এলাকায় ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা

১২

বেড়েছে স্বর্ণের দাম, আজ ভরিতে বিক্রি হচ্ছে কত টাকায়

১৩

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?

১৪

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

১৫

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক দখলে নিলেন ববি শিক্ষার্থীরা

১৬

আইভরি কোস্ট  / প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান ৬০ জন

১৭

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৮

গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

১৯

আজ আপনার ভাগ্যে কী আছে, দেখে নিন রাশিফলে

২০
X