কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মির মেয়ের জন্মে অনন্য উপহার দিল ফিলিস্তিনিরা

মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি। ছবি : সংগৃহীত
মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি। ছবি : সংগৃহীত

গাজা থেকে জিম্মিদের মুক্তির সঙ্গে সঙ্গে উপহার দিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে এবার এক অনন্য নজির স্থাপন করেছে গোষ্ঠীটি। জিম্মির মেয়ের জন্মে অনন্য উপহার দিয়েছে তারা।

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তরা হলেন- ইয়ার হর্ন, সাগি ডেকেল-চেন এবং আলেকজান্ডার ট্রুফানোভ। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাতে জিম্মি হন। এ সময় তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

একটি সূত্র জানায়, জিম্মি সাগুই ডেকেল-চেনকে তার মেয়ের জন্য অনন্য উপহার দিয়েছে হামাস। তিনি জিম্মি হওয়ার চার মাস পর কন্যাসন্তানের বাবা হন। মুক্তির সময় তার মেয়ের জন্য উপহার হিসেবে একটি স্বর্ণমুদ্রা দিয়েছে তারা।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে জানুয়ারিতে হামাসের হাতে জিম্মি থাকা ৩ ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পান। এ সময় ঘরে ফেরা বন্দিদের হাতে একটি করে ‘উপহারের’ ব্যাগও তুলে দেন হামাস যোদ্ধারা।

সংবাদমাধ্যমে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক পরিবেশের মধ্যে হাসিমুখে তিন নারী একটি গাড়িতে উঠে বসেন। তখন চারপাশে বেশ কয়েকজন কমলা রঙের ভেস্ট পরিহিত রেডক্রসের কর্মী, নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধা এবং বহু সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, ওই তিন নারী গাড়িতে উঠে বসার পর গাড়ির জানালার পাশেই হামাসের সদস্যরা তিনটি স্মারক সনদে স্বাক্ষর করেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সদস্যদেরও এই সনদে স্বাক্ষর করতে দেখা যায়। এরপর সনদগুলো মুক্তি পাওয়া তিন নারীর হাতে তুলে দেওয়া হয়।

সনদে আরবিতে বড় করে ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ শব্দগুলো লেখা ছিল। ওই সনদ হাতে নিয়ে জিম্মিদের হাসিমুখে ছবি তুলতেও দেখা যায়। এরপর তাদের প্রত্যেকের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দেন হামাস সদস্যরা। হাস্যোজ্জ্বল চেহারায় তারা উপহারের ব্যাগ গ্রহণ করেন।

সম্পূর্ণ ঘটনার লাইভ সম্প্রচার করা হয়েছে তেল আভিভ প্রতিরক্ষা দপ্তরের বাইরে। সে সময় সবার নজরে পড়ে বন্দিদের হাতে হামাসের দেওয়া এই উপহারের ব্যাগ। কী আছে এই ব্যাগে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। পরে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো ওই ব্যাগে কী রয়েছে তা জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দি অবস্থায় থাকাকালীন পণবন্দিদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের ব্যাগে। জানা যাচ্ছে, গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছিলেন, তার মধ্যে ভালো মুহূর্তগুলো যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এ উদ্যোগ হামাসের। এছাড়াও গাজা উপত্যকার একটি মানচিত্রও ছিল ওই উপহারের ব্যাগে।

ভিডিওতে দেখা যায়, হামাসের দেওয়া উপহারের ব্যাগ এবং স্মারক সনদ হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন মুক্তি পাওয়া জিম্মিরা। এ সময় ব্যাগ খুলে সংবাদিকদের দেখান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

ঢাবি উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের প্রতিবাদ কর্তৃপক্ষের

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর চায় : এসএম জাহাঙ্গীর

আরও একটি ট্রফি হাতছাড়া রোনালদোর

জাতীয় সনদে জনআকাঙ্ক্ষা থাকতে হবে : আ স ম রব

ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান সাদিক কায়েমের

মানুষ কেন হাই তোলে? গবেষণায় জানা গেল নতুন তথ্য

১০

বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

১১

মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরি, থানায় মামলা

১২

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৩

কাঠগড়ায় টুলে বসলেন মাইটিভির নাসির, ৪০ মিনিট দাঁড়িয়ে ক্ষোভ আনিসুল-মেননের

১৪

মির্জা ফখরুলের কাছে যেসব প্রশ্ন রাখলেন ফুয়াদ

১৫

মেঘনার দুই ইলিশ বিক্রি সাড়ে ১১ হাজার

১৬

ভারত বুঝতে পেরেছে, চীনের সঙ্গে বন্ধুত্বটা কেন দরকার

১৭

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৮

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

১৯

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

২০
X