কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে রোজায় বাড়ছে ভেড়ার দাম, কিন্তু কেন?

ভেড়ার পাল। ছবি : সংগৃহীত
ভেড়ার পাল। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ সুদানে জাতিগত সহিংসতার প্রভাব পড়েছে সৌদি আরবে। দেশটিতে রমজান সামনে রেখে ভেড়ার দাম বেড়ে চলেছে। এর ফলে দুশ্চিন্তায় পড়েছেন বহু আরব পরিবার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসের আগমনের প্রস্তুতি চলছে সৌদি আরবজুড়ে। তবে এবার ভেড়ার দাম আকাশছোঁয়া, যা অনেক পরিবারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুদানে চলমান যুদ্ধের কারণে ভেড়া রপ্তানিতে বিঘ্ন ঘটায় সৌদি বাজারে ভেড়ার দাম বেড়েছে। বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ভেড়ার মাংসের চাহিদা অনেক বেশি থাকে, যা এই মূল্যবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে।

সাওয়াকনি ভেড়ার চাহিদা ও মূল্যবৃদ্ধি সাওয়াকনি ভেড়া সৌদি বাজারে সবচেয়ে জনপ্রিয় প্রজাতিগুলোর মধ্যে একটি। এর মাংস নরম ও সুস্বাদু হওয়ায় রমজান মাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতারিতে এই ভেড়ার মাংসের চাহিদা অনেক বেশি। তবে সুদানে চলমান সংঘাতের কারণে সাওয়াকনি ভেড়ার সরবরাহ কমে গেছে, যার ফলে দাম বেড়েছে।

সৌদি সংবাদপত্র আল-ওয়াতানের প্রতিবেদন অনুযায়ী, সাওয়াকনি ভেড়ার দাম এখন এক হাজার ৭০০ থেকে দুহাজার সৌদি রিয়াল পর্যন্ত পৌঁছেছে। যদিও যুদ্ধের আগের দামের তুলনামূলক তথ্য দেওয়া হয়নি। ব্যবসায়ীরা জানান, সুদানের অস্থিরতা ও রপ্তানি বিঘ্নিত হওয়ায় ভেড়ার সরবরাহ কমেছে, যা দাম বাড়ার মূল কারণ।

সৌদি আরবের পশু ব্যবসায়ী আতেফ মোহাম্মদ বলেন, রমজানের আগে সবচেয়ে জনপ্রিয় ভেড়া হলো সাওয়াকনি। এর আকার বড় হওয়ায় বড় পরিবারের জন্য এটি আদর্শ। এছাড়া এর মাংসের গুণগত মান ও স্বাদ অনন্য।

তিনি উল্লেখ করেন, ভেড়ার ওজন ও বয়সের ওপর এর দাম নির্ভর করে। সাধারণত ৪০ থেকে ৬০ কেজি ওজনের ভেড়ার চাহিদা বেশি থাকে। ক্রেতারা ৬ মাস থেকে ১ বছর বয়সী ভেড়া পছন্দ করেন, কারণ এগুলোর মাংস বেশি নরম হয়।

জেদ্দার এক ব্যবসায়ী জানান, সুদানের সংঘাতের কারণে ভেড়ার সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। তিনি বলেন, রমজান মাসে বেশিরভাগ পরিবার সাওয়াকনি ভেড়া পছন্দ করে। কেননা এর মাংসের গুণগত মান ও স্বাদ অনন্য। এটি খাঁটি লাল মাংস হিসেবে বিবেচিত হয় এবং উপসাগরীয় বাজারে এর চাহিদা অনেক বেশি।

সাওয়াকনি ভেড়ার বিশেষত্ব সাওয়াকনি ভেড়া শুধু তার মাংসের গুণগত মানের জন্যই নয়, এর বড় আকারের জন্যও বিখ্যাত। ৫০ কেজির বেশি ওজনের এই ভেড়া উচ্চ তাপমাত্রা ও খরাপ্রবণ অঞ্চলের মতো কঠোর পরিবেশেও টিকে থাকতে পারে। এ কারণে মরু অঞ্চলে এই ভেড়া পালন করা সহজ।

সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় রমজান মাস যত এগিয়ে আসবে, ভেড়ার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সৌদি নাগরিকদের জন্য রমজানের প্রস্তুতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

সুদানের সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিকই নয়, বৈশ্বিক বাজারে এর প্রভাব পড়ছে, যা সৌদি আরবের মতো দেশগুলোর অর্থনীতিকেও প্রভাবিত করছে। রমজানের পবিত্র মাসে এই মূল্যবৃদ্ধি অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সড়কে পড়ে ছিল মার্সিডিজ, উদ্ধার করল পুলিশ

ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা ট্রাম্পের

প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

১০

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

১১

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

১২

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১৪

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১৫

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৬

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৭

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৮

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৯

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

২০
X