সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৭ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর গালফ নিউজের।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ৯৯৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৪৩৪ জন আবাসন আইন, ৪ হাজার ৬৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৮৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৭৮৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপিয়ান, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একইভাবে, অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ২৭ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
এতে বলা হয়, একই সময়ে আবাসন ও শ্রমবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের দায়ে সৌদিতে বসবাসরত আরও ১৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে মোট ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২২ হাজার ৮৩৭ পুরুষ এবং দুই হাজার ৬০২ জন নারী।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৮ হাজার ১৪৯ জনকে দেশে ফেরানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ২ হাজার ৯৭৩ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠাতে চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৮৬১ প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কতা জারি করে আসছে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিত অবৈধ প্রবাসীদের আটক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের খবর প্রকাশ করছে।
মন্তব্য করুন