কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘গাজায় ইসরায়েলের অন্যায় অবরোধকে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র’

রমজান মাসে গাজায় অন্যায় অবরোধের কারণে ত্রাণ ও পণ্যের পরিবহন আটকে আছে যা ফিলিস্তিনিদের মধ্যে তীব্র মানবিক সংকটের সৃষ্টি করেছে। ছবি : সংগৃহীত
রমজান মাসে গাজায় অন্যায় অবরোধের কারণে ত্রাণ ও পণ্যের পরিবহন আটকে আছে যা ফিলিস্তিনিদের মধ্যে তীব্র মানবিক সংকটের সৃষ্টি করেছে। ছবি : সংগৃহীত

ইয়েমেনে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি। তারা এ হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে এবং অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের অন্যায় অবরোধকে উৎসাহিত করছে।

রোববার (১৬ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, হামলায় নারী-শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে, আহত হয়েছে আরও ১০১ জন। মূলত, গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) রাতে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই হামলার কঠোর সমালোচনা করে হুথি মুখপাত্র বলেন, ইয়েমেনে মার্কিন হামলা একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন এবং এটি ইসরায়েলকে গাজায় অন্যায়ভাবে অবরোধ অব্যাহত রাখতে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, বাব আল-মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ-পরিবহনের জন্য হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যা দাবি করেছেন তা ভিত্তিহীন এবং আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা।

হুথি মুখপাত্র দাবি করেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাদের সামুদ্রিক নিষেধাজ্ঞা কেবল ইসরায়েলি নৌ-পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তিনি আরও জানান, লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল এবং চার দিনের সময়সীমা পার হওয়ার পর হুথিরা হামলা চালিয়েছে।

হুথি মুখপাত্র জোর দিয়ে বলেন, আমরা নিশ্চিত করছি যে ইয়েমেনি দিক থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌযান চলাচল নিরাপদ থাকবে। তবে মার্কিন অভিযান লোহিত সাগরের সামরিকীকরণ করছে, যা এই অঞ্চলে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য প্রকৃত হুমকি।

ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে হুথিদের কড়া অবস্থানের পরই যুক্তরাষ্ট্রের এই হামলা চালানো হয়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা ইয়েমেনের সংঘাতকে আরও জটিল করে তুলবে এবং গাজার মানবিক সংকট আরও গভীর হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

গণপিটুনিতে নিহত রূপলালের ছেলে এখন বাবার পেশায়

১০

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

১১

নারীদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

১২

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরতে শুরু করেছে : উপদেষ্টা আসিফ

১৪

নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

১৫

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

মতিঝিলে কালবেলার সাংবাদিকের ওপর হামলা

১৭

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান

১৮

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

১৯

দেশ কে চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে : ইসলামী আন্দোলন

২০
X