এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদের সাফল্যে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। দুজনই নাটোরের সিংড়া পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন জিপিএ-৫।
এসএসসি পরীক্ষায় রিয়াদ ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৯ নম্বর পেয়ে নম্বরের ভিত্তিতে উপজেলায় প্রথম ও জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। অপর ভাই রিশাদ ১২৩৫ নম্বর পেয়ে উপজেলায় চতুর্থ স্থান অর্জন করেছে। তারা নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর বাজারের ব্যবসায়ী রাজু আহমেদ ও গৃহিণী নাজনীন আক্তারের ছেলে।
এর আগে এ দুই ভাই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। রিশাদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। এ ছাড়া চলতি বছর তারা বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।
জানা গেছে, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ ও ১৮ জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠানজুড়েও লেগেছে আনন্দের ছোঁয়া।
রিয়াদ ও রিশাদ দুই ভাই জানায়, তাদের এ কৃতিত্বে বাবা-মা ও শিক্ষকদের অনেক অবদান রয়েছে। তারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতে চায়। এরপর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করে।
নিজেদের সফলতার কথা জানিয়ে তারা আরও বলে, আমাদের লক্ষ্য ছিল ভালো ফল করা। নিয়মিত পড়াশোনা আর শিক্ষকদের সহযোগিতায় আমরা সফল হয়েছি। আমরা প্রতিদিন একসঙ্গে পড়তাম, একে-অপরকে সাহায্য করতাম। বাবা-মায়ের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না।
রিয়াদ ও রিশাদের বাবা রাজু আহমেদ বলেন, আমাদের দুই ছেলের ফলাফলে পরিবারের লোকজন খুবই আনন্দিত। ছেলেদের জন্য সবার কাছে দোয়া চাই।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
মন্তব্য করুন