কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিনে শতাধিক অপহরণ সিরিয়ায়, আতঙ্কে আসাদের অনুসারীরা

লেবাননের একটি আশ্রয় শিবিরে সিরিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে আসা আলাওয়াইত সম্প্রদায়ের সদস্যরা। ছবি : সংগৃহীত
লেবাননের একটি আশ্রয় শিবিরে সিরিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে আসা আলাওয়াইত সম্প্রদায়ের সদস্যরা। ছবি : সংগৃহীত

সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের ব্যবধানে আলাওয়াইত সম্প্রদায়ের ১০০ জনেরও বেশি সদস্যকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহৃতদের মধ্যে নারী, পুরুষ ও কিশোর-কিশোরীরা রয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির সংখ্যালঘু এই সম্প্রদায়ের মধ্যে।

সোমবার (২৪ মার্চ) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কেন্দ্রীয় প্রদেশ হোমস ও হামা, পাশাপাশি উপকূলীয় লাতাকিয়া ও টারটাস অঞ্চলে অপহরণের এই প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় গণমাধ্যম আল-মায়াদিন ও অন্যান্য সূত্রের বরাতে জানা গেছে, অপহরণকারীরা সাধারণত সন্ধ্যার পর বা ভোরের দিকে পথচারীদের টার্গেট করছে। বিভিন্ন সড়ক, গ্রাম ও উপকূলীয় শহরগুলোর বাজার থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলো এই অপহরণে জড়িত। তারা সামরিক পোশাক পরে, কখনও সরকারি বাহিনীর পরিচয়ে এসে, আবার কখনও অজ্ঞাতপরিচয় মুখোশধারী হিসেবে অপহরণের ঘটনা ঘটাচ্ছে।

প্রসঙ্গত, আলাওয়াইত সম্প্রদায় মূলত সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী। সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার কারণে এই সম্প্রদায় বহু বছর ধরে বিভিন্ন বিদ্রোহী ও উগ্রপন্থী গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, দেশটিতে শাসন পরিবর্তনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র বলছে, বিদ্রোহী গোষ্ঠী ও উগ্রপন্থি মিলিশিয়ারা সংখ্যালঘুদের টার্গেট করে তাদের বসতি থেকে উচ্ছেদ করতে চাইছে। বিশেষ করে, সিরিয়ার উপকূলীয় এলাকাগুলোতে যেখানে আলাওয়াইত ও খ্রিস্টান সম্প্রদায়ের আধিক্য বেশি, সেখানে পরিকল্পিতভাবে অপহরণ, হত্যা ও হামলা বাড়ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সিরিয়ার প্রায় প্রতিটি প্রদেশ থেকেই প্রতিদিন গড়ে ২০ জন আলাওয়াইত সম্প্রদায়ের সদস্যকে অপহরণ করা হচ্ছে। অনেকের কোনো সন্ধান মিলছে না, কেউ কেউ আবার মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেও তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

একজন প্রত্যক্ষদর্শী লাতাকিয়া শহর থেকে আল-মায়াদিন টিভিকে বলেন, গত কয়েক সপ্তাহে আমাদের শহরে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছে। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় বা বাজারে কেনাকাটা করতে গিয়ে অপহৃত হয়েছে। কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলার সুযোগই পাচ্ছি না।

সিরিয়ায় যুদ্ধ চলাকালীন উপকূলীয় অঞ্চলগুলো তুলনামূলক নিরাপদ ছিল। তবে সম্প্রতি এই এলাকাগুলোতেও সহিংসতা বেড়ে গেছে। বিশেষ করে লাতাকিয়া, টারটাস, হোমস ও হামা প্রদেশ এখন আর নিরাপদ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিরাপত্তা বিশ্লেষক রিদওয়ান আহমেদ বলেন, এই অপহরণ এবং সহিংসতার মূল উদ্দেশ্য হলো সংখ্যালঘু সম্প্রদায়কে ভীত করে রাখা। এটি কেবল বিচ্ছিন্ন কিছু ঘটনার অংশ নয়, বরং সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের একটি দীর্ঘমেয়াদি কৌশল।

এদিকে সিরীয় সরকার এখন পর্যন্ত এই অপহরণের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি। তবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কয়েকটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

অপরদিকে বাশার আল-আসাদপন্থি গোষ্ঠীগুলো এই অপহরণের জন্য বিদ্রোহী বাহিনী ও ইসলামপন্থি গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠীগুলো দাবি করছে, এটি সিরীয় বাহিনীর বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক হামলার অংশ।

বিশ্লেষকরা মনে করছেন, যদি এই অপহরণ ও সহিংসতার ঘটনা অব্যাহত থাকে, তাহলে সিরিয়ায় নতুন করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হতে পারে। বিশেষ করে, আলাওয়াইত সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত নিপীড়ন দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে।

মানবাধিকার সংস্থাগুলো সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার এই প্রবণতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবে সংঘাত ও রাজনৈতিক অনিশ্চয়তা চলতে থাকলে এই সংকট আরও গভীর হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১০

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১১

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১২

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৩

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

১৪

পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি ৬ পরিবারের

১৫

আ.লীগ আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না : সারজিস

১৬

রাষ্ট্রদ্রোহ মামলা / চিন্ময় দাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা

১৮

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

১৯

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

২০
X