রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, কী রয়েছে এতে

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজায় চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। এ প্রস্তাবে উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ২৮ ইসরায়েলি জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেবে। বিনিময়ে, ইসরায়েল এক হাজার ২৩৬ ফিলিস্তিনি বন্দি এবং ১৮০ মৃত ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের গ্যারান্টিতে বাস্তবায়িত হবে। হামাস চুক্তিতে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে গাজায় জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সম্মত চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানো শুরু হবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের উপস্থাপিত চুক্তি মেনে নিয়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রয়টার্সকে জানিয়েছে, তারা এই পরিকল্পনা পর্যালোচনা করছে এবং শুক্রবার বা শনিবারের মধ্যে এ বিষয়ে সাড়া দেবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে হামাস বাকি ৫৮ ইসরায়েলি জিম্মির মধ্যে শেষ ৩০ জনকে মুক্তি দেবে। এছাড়া, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজায় সব সামরিক অভিযান বন্ধ করবে এবং পর্যায়ক্রমে তাদের সেনা পুনর্বিন্যাস করবে।

এর আগে গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। দেশটি হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, সামরিক ও শাসন ক্ষমতার অবসান এবং বাকি ৫৮ জিম্মির মুক্তির দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, হামাস তাদের অস্ত্র ত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দাবি করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১০

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

১১

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

১২

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

১৩

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৪

সন্দ্বীপেরই অংশ ভাসানচর

১৫

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

১৬

মাদারীপুরে রণক্ষেত্র

১৭

ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো-২০২৬ শুরু

১৮

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৯

ব্যাংকের কিস্তি পরিশোধ বন্ধের ঘোষণা দেশের মোবাইল ব্যবসায়ীদের

২০
X