কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, কী রয়েছে এতে

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজায় চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। এ প্রস্তাবে উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ২৮ ইসরায়েলি জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেবে। বিনিময়ে, ইসরায়েল এক হাজার ২৩৬ ফিলিস্তিনি বন্দি এবং ১৮০ মৃত ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের গ্যারান্টিতে বাস্তবায়িত হবে। হামাস চুক্তিতে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে গাজায় জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সম্মত চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানো শুরু হবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের উপস্থাপিত চুক্তি মেনে নিয়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রয়টার্সকে জানিয়েছে, তারা এই পরিকল্পনা পর্যালোচনা করছে এবং শুক্রবার বা শনিবারের মধ্যে এ বিষয়ে সাড়া দেবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে হামাস বাকি ৫৮ ইসরায়েলি জিম্মির মধ্যে শেষ ৩০ জনকে মুক্তি দেবে। এছাড়া, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজায় সব সামরিক অভিযান বন্ধ করবে এবং পর্যায়ক্রমে তাদের সেনা পুনর্বিন্যাস করবে।

এর আগে গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। দেশটি হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, সামরিক ও শাসন ক্ষমতার অবসান এবং বাকি ৫৮ জিম্মির মুক্তির দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, হামাস তাদের অস্ত্র ত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দাবি করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনদুপুরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন কালবেলার জাফর ইকবাল

পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ জানাল শিক্ষা বোর্ড

রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস

রাকসু নির্বাচন  / ‘আকাশকুসুম’ ইশতেহারে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

সুন্দর সমাজ গঠনে সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে : সাদিক কায়েম

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

১০

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

১১

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

১২

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার

১৩

স্পিড স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন পৃথিবী

১৪

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

১৫

একটি দল চাঁদাবাজকে ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

১৬

প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিলেন তারেক রহমান

১৭

নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

১৮

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন, নতুন ঘর দিচ্ছেন তারেক রহমান

১৯

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

২০
X