কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিরল ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে কাল আকাশে

গালফ নিউজ থেকে নেওয়া ‘স্ট্রবেরি মুনের’ ছবি।
গালফ নিউজ থেকে নেওয়া ‘স্ট্রবেরি মুনের’ ছবি।

আকাশপ্রেমীদের জন্য আসছে এক অসাধারণ সন্ধ্যা। সংযুক্ত আরব আমিরাতের আকাশে আগামীকাল বুধবার (১১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে বিরল একটি মহাজাগতিক দৃশ্য- ‘স্ট্রবেরি মুন’।

বসন্তের শেষ পূর্ণ চাঁদ হিসেবে পরিচিত এই চাঁদ ২০৪৩ সাল পর্যন্ত আর এই মাত্রায় দেখা যাবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (এনএএসএ)। খবর গালফ নিউজ

নামের সঙ্গে গোলাপি বা লাল রঙের কোনো সম্পর্ক না থাকলেও, ‘স্ট্রবেরি মুন’ নামটি অনেকটা রূপক অর্থে ব্যবহৃত হয়। এটি বসন্ত ঋতুর শেষ পূর্ণ চাঁদ।

যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায় জুন মাসে স্ট্রবেরি ফল সংগ্রহের সময় এই পূর্ণ চাঁদ দেখেই ‘স্ট্রবেরি মুন’ নামটি দিয়েছিল। তবে বাস্তবে এই চাঁদ সাধারণত হলুদ বা কমলা আভাযুক্ত হয়ে থাকে, বিশেষ করে যখন এটি হরাইজনের কাছাকাছি অবস্থানে থাকে।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের (ডিএজি) অপারেশন ম্যানেজার খাদিজা হাসান আহমেদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁদ উঠবে এবং তা দেখা যাবে পরবর্তী দিন ভোর ৫টা ৫৫ মিনিট পর্যন্ত।

তিনি আরও বলেন, এই চাঁদটি খালি চোখেই পরিষ্কারভাবে দেখা যাবে, কোনো টেলিস্কোপ বা যন্ত্রপাতির প্রয়োজন নেই। শহর, সমুদ্রসৈকত, মরুভূমি কিংবা উঁচু স্থান- যে কোনো খোলা জায়গা থেকেই চাঁদটি উপভোগ করা যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে।

এই বছরের স্ট্রবেরি মুন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘটছে ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’ নামক এক মহাজাগতিক ঘটনার অংশ হিসেবে। প্রতি ১৮.৬ বছর পর এই ঘটনা ঘটে, যখন চাঁদ তার কক্ষপথের এক বিশেষ অবস্থানে পৌঁছায়।

বিশেষজ্ঞদের মতে, এই সময় পৃথিবী ও চাঁদের কক্ষপথের ঢাল এমন একটি অবস্থায় থাকে, যাতে চাঁদ সবচেয়ে নিচু দিগন্তে উঠে আসে। এই অবস্থাকে বলা হয় ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’। উত্তর গোলার্ধে এটি হবে আগামী ২০৪৩ সালের আগ পর্যন্ত সবচেয়ে নিচু পূর্ণ চাঁদ, ফলে দিগন্তের খুব কাছাকাছি অবস্থান থেকে চাঁদটি দেখা যাবে।

এই দৃশ্য শুধু মহাকাশ বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও এক বিরল অভিজ্ঞতা। যারা মহাজাগতিক দৃশ্য দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

খাদিজা আহমেদ সবাইকে আহ্বান জানিয়েছেন, বাড়ির বাইরে গিয়ে পূর্ব আকাশের দিকে তাকান, প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করুন। এটা এমন একটি দৃশ্য, যা প্রায় দুই দশক পর আবার দেখা যাবে।

এই সময় হতে পারে বছরের সবচেয়ে মনোমুগ্ধকর এক রাত। তাই সন্ধ্যা সাড়ে ৭টায় চোখ রাখুন আকাশে, উপভোগ করুন প্রকৃতির অনন্য এই উপহার- বিরল স্ট্রবেরি মুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’ 

৮ দফা বাস্তবায়নে অনশনে সংখ্যালঘু অধিকার আন্দোলন

ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা

ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে উইমেন চেম্বারের সংবর্ধনা

ম. রাশেদুল হাসান খানের কবিতা ‘শবযাত্রার সহগামী’

বাংলাদেশে খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে : মহিউদ্দিন রাব্বানী

‘নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য স্বার্থন্বেষী গোষ্ঠী প্রচেষ্টা অব্যাহত রেখেছে’

যে কারণে পদত্যাগ করলেন জাকসুর এক নির্বাচন কমিশনার

তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ

১০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন সরকারের কন্যার পরলোকগমন

১১

‘আমার পোলাডারে দিনের আলোত মাইরা ফালাইলো’

১২

নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

১৩

রাতের আঁধারে হোটেলের বর্জ্য যাচ্ছে সমুদ্রে

১৪

খেলাধুলা জাতির বিনোদন নয়, প্রাণশক্তিও : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

১৫

শক্তি ও জোর করে ভোট আদায় করা যায় না : ড. মাসুদ

১৬

ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়ার জন্য আমরা গর্বিত : মিন্টু

১৭

শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

১৮

জাকসু নির্বাচনে এক কমিশনারের পদত্যাগ ঘোষণা

১৯

সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

২০
X