বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস

ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি এলাকা। ছবি :সংগৃহীত
ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি এলাকা। ছবি :সংগৃহীত

ফিলিস্তিনের গাজা। একসময় যেখানে ছিল শান্ত-সুখী এক জনবসতি। আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার। আহত আরও অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেলআবিব প্রশাসন। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর ঘোরতর মানবতাবিরোধী অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই ইসরায়েলের। উল্টো পশ্চিমা বিশ্বকে তারা নিয়ে যাচ্ছে গাজা ঘিরে উচ্চাভিলাষী পরিকল্পনার দিকে।

কয়েক দিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দেন তিনি রাফাহ শহরের ধ্বংসস্তূপের ওপর একটি ‘মানবিক শহর’ তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে রাখা হবে, পরে পুরো ২১ লাখ গাজার জনগোষ্ঠীকেই সেখানে স্থানান্তর করা হবে। তবে, এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক।

কিন্তু এখানেই শেষ নয়। গেল মঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে ‘গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার’ বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হলো- গাজাকে ফিলিস্তিনিদের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা। তাদের এই কল্পনার নতুন নাম দেওয়া হয়েছে ‘মধ্যপ্রাচ্যের হংকং’।

প্রস্তাবনা অনুযায়ী, গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাই-টেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর এবং এমনকি গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, এই পরিকল্পনাটি তৈরি করেছে গুশ কাতিফ রেসিডেন্টস ফোরাম - রিটার্ন অ্যান্ড ভিক্টরির মতো কট্টর ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। তবে, এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি রাজনীতিবিদ, নেতারা এই প্রস্তাব সমর্থন করছেন। তাদের মতে, এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে।

দ্য নিউ আরবের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই নতুন পরিকল্পনার আওতায় ২০০৫ সালে ইসরায়েল সরে যাওয়ার সময় যে অবৈধ বসতিগুলো সরিয়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে আনবে। শুধু তাই নয়, গাজার উত্তর, কেন্দ্র এবং দক্ষিণ- এই তিন অঞ্চলেই নতুন করে বসতি স্থাপন করা হবে। এ প্রস্তাব অনুযায়ী, প্রায় সাড়ে ৮ লাখ বসতি স্থাপনকারীকে তিনটি প্রধান অঞ্চলে পুনর্বাসন করা হবে।

ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি স্পষ্ট এই ইঙ্গিত দিচ্ছে যে, এটি গাজার ২৩ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে। পরিকল্পনা অনুযায়ী, তাদের বিতাড়িত করার পর, অবিস্ফোরিত বোমা ও ধ্বংসাবশেষ সরাতে তিন বছর লাগবে, যা কৃত্রিম দ্বীপ তৈরির কাজে ব্যবহার করা হবে। এই প্রকল্পের প্রাথমিক অবকাঠামো তৈরিতে সাত বছর এবং সম্পূর্ণ কাজ শেষ হতে ১৫ বছর সময় লাগতে পারে।

মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এটি যুদ্ধাপরাধ এবং গণহত্যা স্বাভাবিকীকরণের একটি চেষ্টা। ফিলিস্তিনি আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই পরিকল্পনাটি শহুরে উন্নয়নের আড়ালে জাতিগত নির্মূলের একটি নীলনকশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

লঘুচাপের আভাস, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

মাইলস্টোন ট্র্যাজেডি / দগ্ধদের চিকিৎসায় ঢাকায় ভারতের মেডিকেল টিম

বড়পুকুরিয়া কয়লা খনির ২৭৬ আউটসোর্সিং কর্মচারীর আলটিমেটাম 

অস্ট্রেলিয়া-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ!

ব্রুনাইতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ভোলার জামালের

জামিন নিতে গিয়ে শিবিরের তোপের মুখে গ্রেপ্তার আ.লীগের দুই নেতা

কর্মীদের ছোট দৈর্ঘ্যের পোশাক বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক

শিক্ষার্থীরা টাকা দিয়ে যান দাঁড়িয়ে, স্থানীয়রা ফ্রিতে বসে!

যেভাবে খোঁজ মিলে পাইলটের, জানালেন শিক্ষক

১০

যারা জাতীয় সংগীত গাইতে বাধা দেয় তাদের সঙ্গে ঐক্য অসম্ভব : নাছির উদ্দিন

১১

স্যালুট দেওয়া সেই রিকশাচালকের হাতে ‘দাঁড়িপাল্লা’, চিত্রশিল্পীর ব্যাখ্যা

১২

যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে : টুকু

১৩

কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা

১৪

প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের

১৫

আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজাব : নাসীরুদ্দীন পাটোয়ারী

১৬

তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই!

১৭

নেসকোর প্রিপেইড মিটারে মাসিক ভাড়া, ভোগান্তিতে গ্রাহকরা

১৮

এখনো নিখোঁজ ৩ ছাত্রী ও ২ অভিভাবক, দাবি মাইলস্টোন কর্তৃপক্ষের

১৯

মাহরিন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

২০
X