কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া

‘আমরা কুকুর নই যে ত্রাণের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকব’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার মধ্যাঞ্চলের আল জাওয়ায়দা শহরে সোমবার আকাশপথে মানবিক সহায়তা নিক্ষেপের পর ত্রাণ সংগ্রহ করতে দলে দলে ছুটে যান বহু ফিলিস্তিনি। এই খাদ্য সহায়তা তাদের অনেকের দিনের একমাত্র আহার হয়ে উঠেছে। তবে অনেকে বলছেন, এমনভাবে সাহায্যের পেছনে ছোটার মাধ্যমে তাদের মর্যাদাহানি ঘটানো হচ্ছে।

‘এই ত্রাণ আমাদের জন্য লজ্জাজনক। আমরা কুকুর নই, যে আমাদের এভাবে ছুটতে হবে ত্রাণের পেছনে।’ এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান স্থানীয় বাসিন্দা আহমাদ ফাইজ ফাইয়াদ। সিএনএনকে তিনি আরও বলেন, ‘আমরা সম্মানের সঙ্গে ক্ষুধায় মরতে রাজি, অপমান আর নোংরামিতে নয়।’

সম্প্রতি জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো গাজায় আকাশপথে খাদ্য সহায়তা পাঠায়। ইসরায়েলি অবরোধের কারণে চরম খাদ্যসংকটে পড়া ফিলিস্তিনিদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। তবে বাসিন্দারা বলছেন, এই পদ্ধতি শুধু তাদের দুর্ভোগই বাড়াচ্ছে।

ফাইয়াদ বলেন, ‘যারা এই কাজ করছে, তাদের কোনো লজ্জা নেই। আমরা চাই, সহায়তা যেন স্থলপথে প্রবেশ করে এবং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মর্যাদার সঙ্গে বিতরণ করা হয়।’

তিনি নিজে কোনো ত্রাণ সংগ্রহ করেননি বলেও জানান, যদিও অন্য অনেকেই আমিরাতের রেড ক্রিসেন্টের চিহ্নযুক্ত বাক্সগুলোর পেছনে ছুটছিলেন। সিএনএনের ভিডিওতে দেখা যায়, লোকজন যখন বাক্সগুলো কুড়িয়ে নিচ্ছিলেন, তখন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দৌড়ে পালিয়ে যান।

একজন ব্যক্তি জানান, তিনি কিছুটা আটা সংগ্রহ করতে পেরেছেন, কিন্তু তা আট সদস্যের পরিবারের জন্য যথেষ্ট নয়। আরেকজন বৃদ্ধা বলেন, তিনি খাবার পর্যন্ত পৌঁছাতে পারেননি, কারণ হুড়োহুড়িতে প্রায় পিষেই যাচ্ছিলেন।

কেউ কেউ অবশ্য প্রাপ্ত খাদ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তবে ত্রাণ বিতরণের এই পদ্ধতিকে সহিংসতার ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা।

ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্তদের ধন্যবাদ জানিয়ে আরেক বাসিন্দা মোহাম্মদ আল বারা বলেন, ‘আমি এই বাক্সটা পেয়েছি, আল্লাহর শুকরিয়া। এটা আমাদের ক্ষুধা কিছুটা হলেও কমাবে।’ সিএনএন এর সাংবাদিককে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ। কিন্তু আপনি নিজের চোখে দেখছেন—ত্রাণের জন্য লড়াই করে মানুষ মরছে। এ দৃশ্য বর্ণনার বাইরে।’

উল্লেখ্য, জাতিসংঘ ইতোমধ্যেই সতর্ক করেছে, গাজায় আকাশপথে ত্রাণ পাঠানো অত্যন্ত ব্যয়বহুল এবং বিপজ্জনক।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের প্রধান সংস্থার মুখপাত্র জুলিয়েট টোমা বলেন, ‘যেখানে শত শত ট্রাক স্থলপথে পাঠানো যায়, সেখানে কেন আকাশপথের ঝুঁকি নিতে হবে? স্থল পথে ত্রাণ পাঠানো অনেক সহজ, কার্যকর, দ্রুত, সাশ্রয়ী এবং নিরাপদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এবার বার্সায় আরও বড় দুঃসংবাদ

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

ফেসবুকে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতা

ঢাকায় রুশ ঐক্য দিবসে ধ্রুপদী সঙ্গীতের মনোমুগ্ধকর গালা সন্ধ্যা

সোহরাওয়ার্দী মেডিকেলে ওয়ার্ল্ড স্ট্রোক ডে উদযাপিত

ঢাকা-১০ আসনে বিএনপি নেতা শেখ রবি’র গণসংযোগ

আবারও বন্ধ মেট্রোরেল চলাচল

১০

অখণ্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে ছাত্র-জনতা

১১

চট্টগ্রামে মুশফিক-রিয়াদের অভাব অনুভব করলেন রুবেল

১২

নির্বাচন বানচালে কুচক্রীমহল ষড়যন্ত্র করছে : মোনায়েম মুন্না

১৩

‘শেখ হাসিনা, আ.লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে’

১৪

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নাজিম উদ্দিনের খোঁজ নিলেন ডা. রফিক

১৫

হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ার কৌশল

১৬

জনগণ আ.লীগের মুখ দেখতে চায় না : আমান উল্লাহ আমান

১৭

৫ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী

১৮

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

১৯

রিওতে পুলিশের অভিযানে নিহত বেড়ে ১৩২, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল

২০
X