কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে সৌদি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে বেশ কয়েক বছর ধরেই চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে এত দিন বাধা হয়েছিল ফিলিস্তিন ইস্যু। তবে ইসরায়েল ও সৌদি কর্তৃপক্ষ জোটবদ্ধ হওয়ায় এবার ফিলিস্তিন তাদের কঠোর অবস্থান পাল্টে নমনীয় হতে পারে, এমন গুঞ্জন রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার রিয়াদে সৌদি আরবের উচ্চপদস্থ প্রতিনিধিদলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে ফিলিস্তিনের শাসক দল প্যালিস্টিনিয়ান অথরিটির (পিএ) প্রতিনিধিদল। সৌদির সঙ্গে আলোচনার পর এখন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গেও আলোচনায় বসবেন তারা।

সৌদি-ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে নমনীয় হলেও বেশ কয়েকটি শর্ত দিয়েছে ফিলিস্তিন। তারা বলছে, বিপুল পরিমাণ অর্থ ও অধিকৃত পশ্চিম তীরের ওপর তাদের আরও নিয়ন্ত্রণ দিলেই দুপক্ষের মাঝে কোনো ধরনের চুক্তির বিষয়ে সম্মতি দেবেন তারা। তবে এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে উগ্র ডানপন্থি বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের শরিকরা।

শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে শর্তজুড়ে দিয়েছে সৌদি আরবও। ফিলিস্তিনের স্বার্থ দেখার পাশাপাশি নিজেদের স্বার্থের দিকেও বেশ ভালো নজর রেখেছে মধ্যপ্রাচ্যোর অন্যতম এই পরাশক্তি। তারা বলছে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে। এই স্বীকৃতি দানের বদলে তাদের মার্কিন সব সর্বাধুনিক অস্ত্র, বেসামরিক পারমাণবিক চুক্তি ও ইউরেনিয়াম মজুত করতে দিতে হবে।

অনেক জটিল সমীকরণ থাকায় শিগগিরই এ বিষয়ে কোনো ঘোষণা আসবে না। বিষয়টিকে বাস্তবে রূপ দিতে বেশ ভালো সময় লাগবে বলেই মনে করে বিবিসি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভানও এ বিষয়ে এখনই বড় ধরনের কোনো ঘোষণার বিষয়টি নাকচ করে দিয়েছেন।

ফিলিস্তিন ছাড়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে সৌদি নাগরিকরা। কেনা ঐতিহাসিকভাবে তারা ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছেন এবং তাদের প্রতি বেশ সংবেদনশীল। ফলে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার আগে নিজ দেশের মানুষকে আশ্বস্ত করতে হবে সৌদির ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে।

২০২৪ সালেল প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল-সৌদির সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে, তা বড় কূটনৈতিক বিজয়ই হবে জো বাইডেনের জন্য। তবে এ ক্ষেত্রে তিনিও নিজের ঘরের বাধার মুখে পড়তে পারেন। মার্কিন অনেক আইনপ্রণেতা সৌদি আরবকে অস্ত্র দেওয়ার বিপক্ষে। এ ছাড়া বর্তমানে ইসরায়েলের উগ্র ডানপন্থি সরকারের নিয়ে অনেক মার্কিন আইনপ্রণেতাদের আপত্তিও রয়েছে। ফলে সব পক্ষকে এক করে একটি চুক্তি করতে বেশ কাঠখড় পোড়াতে হবে বাইডেন প্রশাসনকে।

তবে জো বাইডেনের জন্য এ ক্ষেত্রে পথের দিশা দিতে পারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের আমলে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় চার আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এ চুক্তির তিন বছরের মাথায় সোমবার (৪ সেপ্টেম্বর) বাহরাইনে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিকি সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড ২০২৫-এ কমিউনিটি ইমপ্যাক্ট বিভাগে চ্যাম্পিয়ন ইউনিলিভার বাংলাদেশ 

সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : বাবর

গ্লোবাল সাউথ পার্টনারশিপের পক্ষে কথা বললেন সবুর খান

অনুষ্ঠিত হলো উদ্ভাবন, নীতি ও সহযোগিতাকে কেন্দ্র করে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট

এবার অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের

পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে

‘বাণিজ্য মন্ত্রণালয় যদি মোর কাছত থাকিল, সোনায় সোহাগা করি দিনু’

কুমিরা–গুপ্তছড়া নৌরুট / বিনামূল্যে গর্ভবতী নারী ও মরদেহ পরিবহন সার্ভিস চালু

উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

এবার ঝাড়ু মিছিল করলেন সেই এমপি প্রার্থী রায়হান

১০

‎চট্টগ্রামে মালবাহী ট্রেন লাইনচ্যুত

১১

স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে, অতঃপর...

১২

শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ব্যাখ্যা দিল ডিএমপি

১৩

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর

১৫

কথায় কথায় রাস্তায় যাবেন, বৃহত্তর দল নামলে তো সংঘর্ষ হবে : আমীর খসরু

১৬

শাহবাগে জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

১৭

বাঁধাকপি-ফুলকপি কি থাইরয়েডের জন্য সত্যিই ক্ষতিকর

১৮

নিজের গোঁফের রহস্য ফাঁস করলেন শাকিব

১৯

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

২০
X