কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে ইসরায়েলকে হুঁশিয়ার করল কাতার-মিসর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা প্রণনয়ের ব্যস্ত বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও মিসর। খবর আলজাজিরার।

রাফাহ ক্রসিংসহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে দেশ দুটি সতর্ক বার্তা দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছে।

ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল আবু আলী এক্সপ্রেসের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন, গাজা পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। অভিযোগ করেছেন, জনসংখ্যার অর্ধেক গাজা ছেড়ে যেতে চায়। তার দাবি, ইসরায়েল যা করতে চাইছে তা গণ বহিষ্কার নয়।

তিনি বলেন, আমি তাদের জন্য রাফাহ খুলতে পারি, তবে মিসর তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা স্পষ্ট প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রণালয় বলেছে, মিসর জোর দিয়ে বলেছে- এই ধরনের কাজ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সমান, যা সহ্য করা যায় না।

বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, মিসর কখনই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে না এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির জন্য কোনো পথ হিসেবে কাজ করবে না। রেড লাইন অতিক্রম করা যাবে না।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। একে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতির সম্প্রসারণ বলে অভিহিত করেছে তারা।

এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না। এই অঞ্চলে সহিংসতার চক্র অব্যাহত রাখার বিরুদ্ধে এবং বিশ্বে এর বিস্তার রোধ করার জন্য ইসরায়েলি দখলদারত্বের চরমপন্থী ও উস্কানিমূলক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে : পরিবেশ উপদেষ্টা

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

এবার লক্ষ্মীপুরের সেই খালে ৫ জন নিহত

কোরআন-হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী (সা.)

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ঘটতে যাচ্ছে আরেক ‘জুলাই বিপ্লব’?

লাশ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য : হেফাজতে ইসলাম

সালমানকে শ্রদ্ধা জানিয়ে শাকিবের আবেগঘন পোস্ট

যে তালিকায় উগান্ডার পরে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার উপরে অবস্থান বাংলাদেশের

কুয়েসের সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক সবুজ

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৬৬

১০

চার পা ওয়ালা কানিবক দেখতে কৌতূহলী মানুষের ভিড়

১১

নির্বাচন যথা সময়ে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

১২

তাপমাত্রা নিয়ে ‘দুঃসংবাদ’ 

১৩

একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪ 

১৪

সাবান নাকি বডি ওয়াশ, ত্বকের জন্য কোনটি ভালো?

১৫

সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

১৬

আ.লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে : রাশেদ প্রধান

১৭

বিসিবির ফিটনেস টেস্ট পাস করতে পারেননি যারা

১৮

চাচার হামলায় জামায়াত নেতা নিহত

১৯

নবীপ্রেমের মহোৎসব চট্টগ্রামে : এবারের জুলুসে ভাঙল সব রেকর্ড

২০
X