কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৩০ বছর পর প্রথমবারের মতো পশ্চিম তীরে গেল সৌদি প্রতিনিধিদল

ফিলিস্তিনে নিযুক্ত সৌদি অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনে নিযুক্ত সৌদি অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি। ছবি : সংগৃহীত

ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুপক্ষের সঙ্গেই দফায় দফায় আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। মার্কিন চাপের মুখে এ বিষয়ে অনেকটা এগিয়ে গেছে দুপক্ষ, এমন গুঞ্জনও রয়েছে। এমন পরিস্থিতিতে ৩০ বছর পর প্রথমবারের মতো ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর সফরে গেছে সৌদি প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে এসব তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহ।

আজ মঙ্গলবার পশ্চিম তীরে পৌঁছায় সৌদি প্রতিনিধিদল। তাদের নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনে নিযুক্ত সৌদি অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি। গত মাসেই তাকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমানে ফিলিস্তিনের প্রতিবেশী দেশ জর্ডানে সৌদি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই প্রতিনিধিদল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকির সঙ্গে সাক্ষাৎ করবে।

সৌদি এই প্রতিনিধিদলটি জর্ডান থেকে সড়ক পথে পশ্চিম তীর গেছে। এর মাধ্যমে ১৯৯৩ সালের অসলো চুক্তির পর সৌদি আরব থেকে প্রথম কোনো প্রতিনিধিদল পশ্চিম তীর সফরে গেল। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে ১৯৯৩ সালে অসলো চুক্তি হয়েছিল।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আরব বিশ্বের চার দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এতদিন সে পথে না হাঁটলেও সম্প্রতি মার্কিন চাপের মুখে এ বিষয়ে অনেকদূর এগিয়ে গেছে রিয়াদ। গত সপ্তাহে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়ে তারা অনেক কাছাকাছি চলে এসেছে।

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা গেলে তা মধ্যপ্রাচ্যে গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল-সৌদির সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে, তা বড় কূটনৈতিক বিজয়ই হবে জো বাইডেনের জন্য।

তবে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এসব ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিন ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে যুগের পর যুগ সহিংসতা চলে আসছে। অব্যাহত ইসরায়েলি হামলায় সম্প্রতি এ সহিংসতার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। তবে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথেই হাঁটতে তবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, যারা মনে করেন যে, ফিলিস্তিনি জনগণের পূর্ণ, বৈধ ও জাতীয় অধিকার বাস্তবায়ন ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তারা ভুল করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভর পরিবারের পাশে আমিনুল হক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

‘হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো’

গোল্ডেন গ্লোবসের মনোনয়ন ঘোষণা

গণভোটের ব্যাপক প্রচারণা চালাতে নানা পদক্ষেপ ইসির

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব

৫৭ জনকে নিয়োগে দেবে বিমান বাংলাদেশ

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে লাজ ফার্মা

মনোনয়ন বৈধ হওয়ার খবরে যা বলেলন মান্না

মিনিস্টার গ্রুপের কর্মকর্তার মৃত্যুতে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্টের রুল

১০

জোহরান মামদানির ওপর চড়াও ভারত সরকার

১১

বহিষ্কৃত ৮ নেতাকে ফেরাল বিএনপি

১২

ফসলি জমি কেটে খাল খনন

১৩

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

১৪

বিএনপির এক নেতা বহিষ্কার

১৫

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

১৬

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

১৭

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

১৮

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

১৯

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

২০
X