পরস্পর সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিন। যদিও এ হামলার শুরুটা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। সংগঠনটির এক সিনিয়র মুখপাত্র ওসামা হামাদান বলেন, তারা বেসামরিক লোকদের ওপর হামলা করছেন না। সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি এ কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ইসরায়েলে হামাসের হামলায় বহু বেসমারিক লোক নিহত হয়েছেন। তাদের এ দাবির প্রতিবাদে হামাস এমন মন্তব্য করেছে।
হামদান বলেন, আপনাকে বসতি স্থাপনকারী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে...। আমি আশা করি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমাদের সেনাদের আরও উন্নত অস্ত্র সহায়তা দেবে।
দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরও বসতি স্থাপনকারী হিসেবে বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সেখোনে যে বসতি রয়েছে এটি সবার জানা।
তিনি বলেন, আমরা কেবল বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা করছি না। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বসতি স্থাপনকারীরা দখলদারিত্ব এবং সশস্ত্র ইসরায়েলি বাহিনীর অংশ। তারা বেসামরিক লোক নয়।
উল্লেখ্য, ইসরায়েলে গতকাল শনিবার হঠাৎ হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শীর্ষক এই সামরিক অভিযানে বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও সেনাকে আটক করেছে তারা। এ ছাড়া অর্ধশতাধিক বেসামরিক নাগরিককেও আটক করার দাবি করে হামাস।
মন্তব্য করুন