ইসরায়েলে আবারও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীরা তাদের সেনাদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অভিভিম এলাকায় এ হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ।
এ ঘটনার পর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, আইডিএফের যুদ্ধবিমান হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও পর্যবেক্ষণ পোস্টে হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে বুধবার এ হামলা পরিচালনা করা হয়। লেবাননের হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয় বলে অভিযোগ দেশটির।
লেবাননের হিজবুল্লাহপন্থি টেলিভিশন আল মানার জানিয়েছে, আভিভিম এলাকায় আইডিএফের ট্যাংকে হামলা চালিয়েছে হামাস।
প্রতিবেদনে আরও বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে মারওয়ান আল রাস এবং বিলিদা এলাকায় হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।
এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন কিছুতেই মানতে পারছেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। অত্যাধুনিক-বিধ্বংসী সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে ইরান। যে কোনো সময় দেশটিকে চুরমার করে ফেলতে চায় ইরান।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে সব সীমাই পার করে ফেলেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।
মন্তব্য করুন