আরব সাগরে চীন ও পাকিস্তানের নৌবাহিনী সপ্তাহব্যাপী মহড়া করছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এবং মিয়ানমার কিছুদিন আগে তাদের প্রথম সামুদ্রিক মহড়া চালিয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এ মহড়ার আয়োজন করে চীন ও পাকিস্তান।
শনিবার করাচিতে একটি নৌঘাঁটিতে চীনা ও পাকিস্তানি নৌবাহিনী মহড়া শুরু করে। উত্তর আরব সাগরের জল ও আকাশসীমায় এ মহড়া চলছে। এর মধ্যে সাবমেরিন বিধ্বংসী অভিযানও রয়েছে। মহড়াটি ১৭ নভেম্বর শেষ হবে।
চীন-পাকিস্তান, রাশিয়া-মিয়ানমারের এ ধরনের মহড়া শুরু হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত ১০ নভেম্বর দিল্লিতে প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেন।
চাইনিজ পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর অংশগ্রহণকারীর মধ্যে রয়েছে টাইপ ০৫২ডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জিবো, টাইপ ০৫৪-এ-গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জিংঝো এবং লিনি।
সিসিটিভির রিপোর্ট অনুসারে, পাকিস্তানি গণমাধ্যম রিপোর্ট করেছে, মহড়ায় একটি রণ-সাবমেরিন এবং জাহাজের সাথে পিএলএ নৌবাহিনীর একটি মেরিন কর্পস ডিটাচমেন্টও রয়েছে।
মন্তব্য করুন