লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে একজন সিনিয়র এমপির ছেলেসহ তাদের পাঁচজন যোদ্ধা নিহত হয়েছেন।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লকের প্রধান মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদ ‘জেরুজালেমের পথে শহীদ হয়েছেন’। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের গুলিতে নিহতদের মৃত্যুর ঘোষণা দেওয়ার জন্য এই শব্দগুচ্ছ ব্যবহার করে আসা হচ্ছে। হিজবুল্লাহ নিহত চার যোদ্ধার পরিচয় ও ছবিসহ বিবৃতি প্রকাশ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, দক্ষিণ লেবাননের বেত ইয়াহুনের একটি বাড়িতে বুধবার ইসরায়েলি হামলায় অন্যান্য হিজবুল্লাহ সদস্যদের সাথে থাকার সময় আব্বাস রাদ নিহত হয়েছেন’।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বুধবার জানায়, ‘ইসরায়েলিদের বিমান হামলায় বেইট ইয়াহুনের একটি বাড়িতে চারজন নিহত হয়েছে।’
ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৪ হাজার ১২৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ৫ হাজার ৮৪০ জন ও নারী ৩ হাজার ৯২০ জন। একই সঙ্গে ২০৫ জন স্বাস্থ্যকর্মী এবং ৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এ ছাড়া ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। যাদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি মহিলা এবং শিশু। সাড়ে ৪ হাজার শিশুসহ এখনও ৬ হাজার ৮০০ জন ধ্বংসস্তূপের নিচে রয়েছে।
এদিকে গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গাজার একটি শরণার্থী শিবিরে একই পরিবারের অর্ধশতাধিক লোক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় গাজার বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে এমন ঘটনা জানিয়েছে দেশটি।
মন্তব্য করুন