কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করাতে ফিলিস্তিনি স্বাধীনতকামী সংগঠনটির সঙ্গে নতুন করে বন্দিবিনিময় চুক্তির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাদের ভুল করে ছোড়া গুলিতে হামাসের হাতে বন্দি তিন ইসরায়েলির মৃত্যুর পর এই ইঙ্গিত দিলেন তিনি। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজা যুদ্ধকে ‘অস্তিত্বের লড়াই’ বলে অভিহিত করে চাপ ও খরচ সত্ত্বেও বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। শনিবার এক সংবাদ তিনি বলেন, গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমি আলোচক দলকে নির্দেশনা দিয়েছে যে হামাসের ওপর চাপ বাড়াতে। আসলে এটা ছাড়া আমাদের হাতে কিছুই নেই।

শনিবার ইউরোপে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠক হয়েছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে কাতার।

কাতারের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ সাত দিন করা হয়। এই চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দি এবং ইসরায়েল ৩০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। তবে গত শুক্রবার (১ ডিসেম্বর) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই।

ইউরোপে অনুষ্ঠিত কথিত এই বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান নেতানিয়াহু। তিনি বলেন, কাতার নিয়ে আমাদের গুরুতর অভিযোগ আছে। তবে এই মুহূর্তে আমরা আমাদের জিম্মিদের মুক্তির কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছি।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় নিয়ে আসে হামাস। এই দিনই হামাসকে নির্মূল করতে যুদ্ধ ঘোষণা করে নেতানিয়াহু সরকার। অবশ্য পরে যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও যুক্ত করে ইসরায়েল সরকার।

এখন পর্যন্ত ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের অধিকাংশকে গত মাসে সাত দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হয়। তবে এখনো হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে

পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ১০ ভূমিকম্প

ওটিটিতে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মনোজ বাজপেয়ীর দুর্দান্ত প্রত্যাবর্তন

যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া ও আমল

স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করবেন যেভাবে

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয় 

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

১০

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সিকান্দার রাজা

১১

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

১২

মিস ইউনিভার্সের নাম ঘোষণা 

১৩

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৪

সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না, জানা যাবে যখন

১৫

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৭

নদীর ২০ কিলোমিটারজুড়ে ৬ শতাধিক অবৈধ ফাঁদ

১৮

তারেক রহমানের জন্মদিনে ভিক্টোরিয়া পার্কে ছাত্রদলের ‘সাপ্তাহিক স্কুল’

১৯

তারেক রহমানের জন্মদিনে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া

২০
X