কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগরের পথ পাল্টেছে বিখ্যাত পশ্চিমা কোম্পানি

শিপিং জায়ান্ট মার্স্কের একটি জাহাজ। ছবি : সংগৃহীত
শিপিং জায়ান্ট মার্স্কের একটি জাহাজ। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় সোচ্চার রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে এ গোষ্ঠীটি। ইয়েমেনের এ গোষ্ঠীর হামলায় পিছু হঠেছে পশ্চিমা কোম্পানি শিপিং জায়েন্ট মার্স্ক। তারা তাদের যাতায়াতের পথও পাল্টে ফেলেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিখ্যাত এ কোম্পানিটি জানিয়েছে, তারা এখন আর লোহিত সাগর দিয়ে জাহাজ পরিচালনা কররে না। এর পরিবর্তে তারা এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে যাত্রা করবে। হুতি সেনাদের ক্রমাগত হামলার কারণে এমন পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।

মার্স্ক জানিয়েছে, শুক্রবার থেকে তারা লোহিত সাগরের এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ইয়েমেন থেকে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকায় এ পথ পরিহার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) কোম্পানিটি জানায়, তারা নিরাপত্তার কারণে তাদের সব জাহাজকে ঘুরিয়ে দেবে। অতিদ্রুত তাদের সব জাহাজ পরিবর্তিত পথে যাত্রা শুরু করবে।

বিখ্যাত এ কোম্পানিটি সমুদ্রপথে নিরাপত্তার জন্য আন্তর্জাতিক নীতিকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে ঠিক কবে জাহাজ পরিচালনা করা সম্ভব হবে তা নিশ্চিত নয়।

সোমবার (১৮ ডিসেম্বর) কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে তাদের ২০টি জাহাজ লোহিত সাগরের পথে যাত্রা স্থগিত করেছে। এগুলোর অর্ধেক এডেন উপসাগরের পূর্বে অপেক্ষায় রয়েছে। এলাকাটি ইয়েমেনের দক্ষিণে অবস্থিত। এছাড়া বাকিগুলো সুয়েজ খালের শেষপ্রান্তে অপেক্ষমাণ।

উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে বিদ্রোহ গোষ্ঠীটি। এরপর থেকে সেখানে একের পর এক হামলা করে চলেছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে এই ধরেনর সিদ্ধান্তের কথা জানাল মার্স্ক।

শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, বৃহস্পতিবার আমাদের জিব্রাল্টার জাহাজে প্রায় হামলা হয়েছিল। শুক্রবার আবার একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনার জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী আমাদের সব জাহাজকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রাবিরতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

১০

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১১

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১২

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১৩

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৪

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৫

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৬

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৭

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৮

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৯

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

২০
X