গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে বিপাকে পড়তে শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযানে একের পর এক সেনা হারাচ্ছে তারা। এবার আরও তিন সেনা নিহতের খবর জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযানের পর ইসরায়েলের ১৩৭ সেনা নিহত হয়েছে।
নিহত তিন সেনার একজন হলো সার্জেন্ট লাভি ঘাসি। তিনি হাসমোনাইমের পদাতিক সেনাদের নাহাল ব্রিগেডের ৯৩১ ব্যাটালিয়নের সদস্য।
নিহত সেনাদের আরেকজন হলো লেফটেন্যান্ট ইয়াকুব এলিয়ান। তিনি রামাত গানের বাহাদ ১ অফিসার স্কুলের গেফেন ব্যাটালিয়নের একজন ক্যাডেট ছিলেন। এর আগে তিনি গিভাতি স্কোয়াডের কমান্ডার ছিলেন।
এ ছাড়া নিহত আরেক সেনা হলেন ওমরি শোয়ার্তজ। তিনি শাদমুত ডিভোরার গেফেন ব্যাটালিয়নের ক্যাডেট ছিলেন। এর আগে তিনি প্যারাট্রুপার ব্রিগেডের রিকনেসেন্স ব্যাটালিয়নের সৈনিক ছিলেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এলিয়ান ও শোয়ার্তজ যে ঘটনায় নিহত হয়েছেন একই ঘটনায় একজন অফিসার ও দুজন ক্যাডেট গুরুতর আহত হয়েছেন।
সেনাবাহিনী জানয়েছে, এসব ছাড়াও গাজায় ইসরায়েলি সেনাদের আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নাহাল ব্রিগেডের সদস্য এ ছাড়া বাকিরা ইসরায়েলি বিভিন্ন ইউনিটের সেনারা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ হামলায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গাজায় হামাসের অবকাঠামোকে লক্ষ্য করে আগ্রাসী এসব হামলায় শিশু ও নারীর সংখ্যাই ১৪ হাজারের বেশি। এ ছাড়াও অন্তত ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, চলমান ইসরায়েলি হামলায় গতকাল বুধবার (২০ ডিসেম্বর) বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুসারে—অবরুদ্ধ গাজায় সব মিলিয়ে ২৬ হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে। এ ছাড়া গাজার বিভিন্ন হাসপাতালের হিসাব অনুসারে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজার শিশু ও ৬ হাজার ২০০ নারী।
এ নিহতদের তালিকায় রয়েছেন ডাক্তার-নার্সসহ অন্তত ৩১০ জন চিকিৎসাকর্মী, ৩৫ জন সিভিল ডিফেন্সের সদস্য এবং ৯৭ জন সাংবাদিক।
মন্তব্য করুন