ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান। দেশটি একদিকে ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হুঁশিয়ারি দিয়ে আসছে। অন্যদিক ইরানের বিরুদ্ধে লোহিত সাগরে জাহাজে হামলায় জড়িত থাকার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ভয়ংকর কিছু অস্ত্র হাতে পেয়েছে ইরানের নৌবাহিনী।
সম্প্রতি ইরানের মিলিটারি ইন্ডাস্ট্রি নির্মিত এসব অস্ত্র নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। রোববার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নতুন করে হাতে পাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে গোয়েন্দা ড্রোন, হেলিকপ্টার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে দেশটি একের পর এক অস্ত্র উন্মুক্ত করছে। এবারের অস্ত্রের মধ্যে এক হাজার কিলোমিটার দূরে হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রও রয়েছে।
ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানির বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তালায়েহ নামের নতুন ক্রুজ মিসাইল পেয়েছে ইরান। এ ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। এমনকি স্মার্ট এ ক্ষেপণাস্ত্রটি হামলার আগে লক্ষ্য পরিবর্তনও করতে পারে।
তিনি বলেন, নতুন করে পাওয়া এসব গোয়েন্দা হেলিকপ্টার ও ড্রোন এবং ক্রুজ মিসাইল ইরানের নৌবহরে যুক্ত হবে। এগুলোর সবটার ডিজাইন ও তৈরি করেছে ইরানের মিলিটারি ইন্ডাস্ট্রি।
এর আগে ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজে হামলা করা হয়। ওই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করে যে তাদের ধারণা হামলা সরাসরি ইরান থেকে করা হয়েছে।
এ ছাড়া গত মাস থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের দাবি, তাদের এ হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা রয়েছে। এসব অভিযোগের মধ্যে নতুন অস্ত্র উন্মোচন করল দেশটি।
মন্তব্য করুন