ফিলিস্তিনিদের ওপর একের পর এক নির্মমতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এমনকি সেনাদের নির্মমতা থেকে রক্ষা পাচ্ছে না ফিলিস্তিনিদের গৃহপালিত পশুও। উপত্যকার বাসিন্দাদের প্রাণিসম্পদের ওপর নৃশংসতা চালিয়েছে ইসরায়েলি সেনারা।
বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ভেড়াকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ গাজার যুদ্ধবিধ্বস্ত খান ইউনিসের সড়কে এ ভেড়ার পাল বিচরণ করছিল। এ সময় সেনারা এগুলোকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। পরে তা দ্রুততম সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
ISRAELI SNIPERS TOOK OUT 3 SHEEP IN KHAN YONIS THESE SHEEP ARE KHAMAS? pic.twitter.com/TUzdekjnD5 — Censored Voice. (@CensoredNws) February 5, 2024
ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ইসরায়েলি স্নাইপার বাহিনী এ ভেড়ার পালকে হত্যা করেছে। এসব ভেড়া কি খামাস (সহিংসতা) করেছিল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। দেশটির সেনাদের এ হামলায় গাজায় ২৭ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। এজন্য তারা এখন গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, সেখানকার বিভিন্ন জায়গায় হামাসের সেনারা লুকিয়ে রয়েছে।
মন্তব্য করুন