ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়ে ইসরায়েলের সেনারা। দেশটির সেনাদের এ হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবার (০৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের শহর সদেরোতকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনিদের ছোড়া একটি রকেট শহরের সীমায় পড়েছে। এ ছাড়া বাকি দুটি রকেট শহরের বাইরে পড়েছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আমারা সদেরোত এবং বসতিতে হামলা চালিয়েছি।
এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে গাজায় মানবিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে। দেশটিতে মানবিক সহায়তা পাঠানোর জন্য নৌবন্দর তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনিয়র কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী গাজায় একটি বন্দর নির্মাণ করবে। মূলত সমুদ্রপথে গাজায় আরও ত্রাণ পাঠানোর জন্য এ বন্দর নির্মাণ করা হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, অস্থায়ী এ বন্দরের মাধ্যমে মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। ফলে প্রতিদিন আরও শত শত ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করবে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে পাল্টা হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন। এ ছাড়া এ সময়ে ২৫৩ জনকে জিম্মি হিসেবে আটক করেছে ফিলিস্তিনি গোষ্ঠী।
মন্তব্য করুন