ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে বিপদ বাড়ছে ইসরায়েলের। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে আন্তর্জাতিক আদালত। এছাড়া একে একে মিত্রদের সমর্থন হারাতে যাচ্ছে দেশটি। চারদিক থেকে যখন ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন যুদ্ধক্ষেত্র থেকেও দুঃসংবাদ পাচ্ছে ইসরায়েল । দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় তাদের দিন সেনা নিহত হয়েছে। তারা সকলে স্টাফ সার্জেন্ট পদমর্যাাদার।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় তারা নিহত হয়। এ সময় আরও তিন সেনা গুরুতর আহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ক্যান রেডিও জানিয়েছে, রাফার একটি ভবনে ডিভাইস বিস্ফোরণ ঘটেছে। এতে ওই তিন সেনা নিহত হয়। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়।
গাজায় নিহত তিন সেনা হলো- শিমশিতের স্টাফ সার্জেন্ট আমির গলিলাভ, মিডরেসেত বেন গুরিয়ানের স্টাফ সার্জেন্ট উরি বার এবং জোফারের স্টাফ সার্জেন্ট ইদো আপেল। তারা সকলে নেহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
এর আগে আনাদোলু জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ক্রমবর্ধমান স্বীকৃতি ইসরায়েল ও তার মিত্রদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। গত ২৩ মে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান এ কথা বলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে। ক্রমবর্ধমানভাবে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। বিশেষ করে ইউরোপ, ইসরায়েল এবং তার সমর্থকরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
ফিলিস্তিনকে তার ন্যায্য স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান । একইসঙ্গে তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন