কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১০:০৪ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

মার্কিন নিষেধাজ্ঞায় ভারত ও চীনের ওপর নির্ভরতা বাড়বে বাংলাদেশের

ক্রাইসিস গ্রুপের লোগো।
ক্রাইসিস গ্রুপের লোগো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত বা কারচুপির কোনো ঘটনা ঘটলে বাংলাদেশে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। ফলে চীন ও ভারতের ওপর নির্ভরশীলতা বাড়তে পারে বাংলাদেশ সরকারের।

গত বুধবার বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এমন পূর্বাভাস তুলে ধরেছে সংস্থাটি।

প্রতিবেদনটিতে চলতি নির্বাচন নিয়ে বাংলাদেশে সম্ভাব্য নানা সংঘাত ও সংকটের আশঙ্কার কথা বলা হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র ও জঙ্গিগোষ্ঠীর তৎপরতা এবং কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নানা সংকটের কথাও বলা হয়েছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধীরা সরকারের কাছে যে আহ্বান জানাচ্ছে, তা প্রত্যাখ্যান করা হতে পারে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন আরও বাড়তে পারে।

এসব কারণে রাজনৈতিকভাবে বিরোধী মতের সমর্থকেরা সংঘাতে জড়াতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনটিতে। বিভিন্ন দলের কার্যালয় ও নির্বাচনী প্রার্থীদের ওপরও হামলা হতে পারে। তা ছাড়া সরকারের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠতে পারে ইসলামপন্থি গোষ্ঠীগুলো। ক্রাইসিস গ্রুপের পূর্বাভাসে বলা হয়েছে, ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন বর্জন করতে পারে বিরোধী দল এবং তারা আরও সহিংস ও উগ্র হয়ে উঠতে পারে।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংস্থাটি বলেছে, আগামী কয়েক মাসে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রতিপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে জড়াতে পারে। এ অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোর প্রতি সমর্থন বাড়াতে পারে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো। এ ছাড়া নব্য–উগ্রপন্থি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি গেড়েছে বলে অভিযোগ রয়েছে। এই গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান বৃদ্ধি এবং তার ফলে উত্তেজনাও বাড়তে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও এর প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মতো অপরাধী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাড়তে পারে। এতে ভুক্তভোগী হতে পারেন বেসামরিক মানুষ। আরসার মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সহিংসতা চালিয়ে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধিতা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১০

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

১১

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

১২

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

১৩

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির

১৪

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : ডা. শাহাদাত

১৫

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

১৬

কারাগারে গ্যাং সদস্যদের সহিংসতা, জরুরি অবস্থা জারি

১৭

চৌদ্দগ্রামে নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ায় ডা. তাহেরের নিন্দা ও প্রতিবাদ 

১৮

ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে ক্ষুব্ধ হাসান মাসুদ

১৯

স্বেচ্ছাসেবক দলে বহিষ্কারাদেশ প্রত্যাহার, একাধিক নেতা পুনর্বহাল

২০
X