কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পতাকা নিয়ে কেন বিক্ষোভ করছে পাকিস্তানিরা

পাকিস্তানের সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের পতাকা। ভিডিও থেকে নেওয়া ছবি
পাকিস্তানের সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের পতাকা। ভিডিও থেকে নেওয়া ছবি

পাকিস্তানের সাম্প্রতিক কিছু ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পাকিস্তানিদের বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায়। কোথাও কোথাও আনন্দ মিছিল, এমনকি বাংলা গানও গাইতে শোনা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঢেউ পাকিস্তানে বইতে শুরু করেছে। সে দেশের সরকারবিরোধী বিক্ষোভে প্রেরণা জোগাচ্ছে বাংলাদেশের ছাত্রদের সাহস ও আত্মত্যাগ। ছাত্র-জনতার ভয়ে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন; সেভাবে পাকিস্তানের সরকারেরও পালানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

এ পরিস্থিতিতে বিজয় ও সাহসের প্রতীক হিসেবে বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভে যোগ দিচ্ছেন অনেক পাকিস্তানি। অনেকে বাংলাদেশের ছাত্র শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন। তারা বলছেন, হাসিনা সরকারের দ্বারা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন নির্যাতিত হয়েছে তেমনি তাদের সরকারের হাতে পাকিস্তানিরাও নির্যাতিত হচ্ছেন। বর্তমান পাকিস্তানিদের আন্দোলন ক্ষমতাবানদের দমন-পীড়নের বিরুদ্ধেই।

নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতিনিধি ঘোষণার এ নীতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনেও দেখা গেছে। বিক্ষোভে অনেক ছাত্র-জনতা ফিলিস্তিনের পতাকা বহন করেছেন। এমনকি ৫ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের পর বাংলাদেশের পতাকার পাশাপাশি সেখানে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন।

চাহিদা বাড়ায় পাকিস্তানের ফুটপাতে বিক্রেতারা বাংলাদেশের পতাকা রাখছেন। সেসবের বিক্রিও ভালো হচ্ছে।

এদিকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে। ওই মিছিলেও বাংলাদেশের পতাকা হাতে অংশ নেন অনেক পাকিস্তানি। সে সঙ্গে পথে-ঘাটে মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ।

একটি ভিডিওতে দেখা যায়, সড়কের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করছেন কয়েকজন পাকিস্তানি। একটি গাড়ি থেকে যাত্রী কীসের মিষ্টি জিজ্ঞাসা করেন। জবাবে বিতরণকারী বলেন, হাসিনা পালিয়েছে। এতে উভয়ই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং যাত্রী প্যাকেট থেকে মিষ্টি তুলে নেন।

অপর এক ভিডিওতে বাংলা গান গেয়ে বিক্ষোভকারীদের উজ্জীবিত করতে দেখা গেছে। ওই বিক্ষোভেও বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হচ্ছিল। এ ছাড়া ‘তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানও শোনা গেছে।

বাংলাদেশে শেখ হাসিনার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদের বিজয়ের প্রতিক্রিয়ায় গত সপ্তাহে মূলত বেলুচিস্তানে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়। এর আগে আন্দোলনটি বেলুচিস্তান প্রদেশে চীন-সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে ছিল।

কিন্তু ক্রমশ তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। বর্তমানে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্সের নেতৃত্বে সেখানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার খবরেও সেখানে অনুপ্রেরণা ছড়াচ্ছে। গত সোমবার (১৯ আগস্ট) পাকিস্তানের কোয়েটায় গুম হওয়া বেলুচ নেতাদের সন্ধানের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজনরা।

পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরাও নতুন করে মাঠে নেমেছেন। তারা ইমরান খানের মুক্তি এবং সরকার পতনের দাবিতে রাজপথে শক্তি দেখানোর পরিকল্পনা করছেন। এ আন্দোলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র সংগঠন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দলটির আন্দোলনের প্রচারেও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। বলা হচ্ছে, বাংলাদেশের গণভবনের মতো পরিস্থিতি শিগগির পাকিস্তানে হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিল মন্ত্রণালয়

মায়ের গায়ে হাত তোলা মানে পুরো জাতির ওপর আঘাত : জামায়াত আমির

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর...

যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

এবার ভারত থেকে বিশ্বকাপই সরিয়ে নেওয়ার দাবি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে রাষ্ট্র ও সংবিধানে কী কী পরিবর্তন আসবে

হঠাৎ নিপা ভাইরাস আতঙ্ক, ভারতে বিশ্বকাপ হবে তো?

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

১২

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

১৩

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

১৪

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

১৬

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

১৭

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১৮

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১৯

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

২০
X