কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পতাকা নিয়ে কেন বিক্ষোভ করছে পাকিস্তানিরা

পাকিস্তানের সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের পতাকা। ভিডিও থেকে নেওয়া ছবি
পাকিস্তানের সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের পতাকা। ভিডিও থেকে নেওয়া ছবি

পাকিস্তানের সাম্প্রতিক কিছু ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পাকিস্তানিদের বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায়। কোথাও কোথাও আনন্দ মিছিল, এমনকি বাংলা গানও গাইতে শোনা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঢেউ পাকিস্তানে বইতে শুরু করেছে। সে দেশের সরকারবিরোধী বিক্ষোভে প্রেরণা জোগাচ্ছে বাংলাদেশের ছাত্রদের সাহস ও আত্মত্যাগ। ছাত্র-জনতার ভয়ে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন; সেভাবে পাকিস্তানের সরকারেরও পালানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

এ পরিস্থিতিতে বিজয় ও সাহসের প্রতীক হিসেবে বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভে যোগ দিচ্ছেন অনেক পাকিস্তানি। অনেকে বাংলাদেশের ছাত্র শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন। তারা বলছেন, হাসিনা সরকারের দ্বারা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন নির্যাতিত হয়েছে তেমনি তাদের সরকারের হাতে পাকিস্তানিরাও নির্যাতিত হচ্ছেন। বর্তমান পাকিস্তানিদের আন্দোলন ক্ষমতাবানদের দমন-পীড়নের বিরুদ্ধেই।

নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতিনিধি ঘোষণার এ নীতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনেও দেখা গেছে। বিক্ষোভে অনেক ছাত্র-জনতা ফিলিস্তিনের পতাকা বহন করেছেন। এমনকি ৫ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের পর বাংলাদেশের পতাকার পাশাপাশি সেখানে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন।

চাহিদা বাড়ায় পাকিস্তানের ফুটপাতে বিক্রেতারা বাংলাদেশের পতাকা রাখছেন। সেসবের বিক্রিও ভালো হচ্ছে।

এদিকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে। ওই মিছিলেও বাংলাদেশের পতাকা হাতে অংশ নেন অনেক পাকিস্তানি। সে সঙ্গে পথে-ঘাটে মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ।

একটি ভিডিওতে দেখা যায়, সড়কের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করছেন কয়েকজন পাকিস্তানি। একটি গাড়ি থেকে যাত্রী কীসের মিষ্টি জিজ্ঞাসা করেন। জবাবে বিতরণকারী বলেন, হাসিনা পালিয়েছে। এতে উভয়ই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং যাত্রী প্যাকেট থেকে মিষ্টি তুলে নেন।

অপর এক ভিডিওতে বাংলা গান গেয়ে বিক্ষোভকারীদের উজ্জীবিত করতে দেখা গেছে। ওই বিক্ষোভেও বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হচ্ছিল। এ ছাড়া ‘তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানও শোনা গেছে।

বাংলাদেশে শেখ হাসিনার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদের বিজয়ের প্রতিক্রিয়ায় গত সপ্তাহে মূলত বেলুচিস্তানে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়। এর আগে আন্দোলনটি বেলুচিস্তান প্রদেশে চীন-সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে ছিল।

কিন্তু ক্রমশ তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। বর্তমানে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্সের নেতৃত্বে সেখানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার খবরেও সেখানে অনুপ্রেরণা ছড়াচ্ছে। গত সোমবার (১৯ আগস্ট) পাকিস্তানের কোয়েটায় গুম হওয়া বেলুচ নেতাদের সন্ধানের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজনরা।

পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরাও নতুন করে মাঠে নেমেছেন। তারা ইমরান খানের মুক্তি এবং সরকার পতনের দাবিতে রাজপথে শক্তি দেখানোর পরিকল্পনা করছেন। এ আন্দোলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র সংগঠন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দলটির আন্দোলনের প্রচারেও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। বলা হচ্ছে, বাংলাদেশের গণভবনের মতো পরিস্থিতি শিগগির পাকিস্তানে হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে অভিনেত্রীর ক্ষোভ

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদা দাবি, হাতেনাতে গ্রেপ্তার ১

দেশে মানবাধিকারের ৩ সংকট

একটি ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব : ট্রাম্প

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা

সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এফডিসিতে আর শুটিং হবে না, গবেষণা হবে : তথ্য উপদেষ্টা

১০

বিদেশি গবেষকদের টানতে বিশাল পরিকল্পনা কানাডার

১১

জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না : অর্থ উপদেষ্টা 

১২

বিপিএল মাতাতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান

১৩

পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

১৪

বানিয়ে ফেলুন শীতের সন্ধ্যায় মুখরোচক মুলার পাকোড়া

১৫

‘সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

১৬

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৭

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা করা সেই আয়েশাকে যেভাবে গ্রেপ্তার করা হয়

১৯

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই সেই রিকশাচালকের

২০
X